বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০
কবিতা
সুকান্ত মন্ডল
আস্তরণ
পৃথিবী আর একটু দ্রুত
গতির দিকে এগিয়ে গেলে। সমাপতন বুঝে নেয় পাখি। আকাশের গহ্বরে জলের সন্ধান খোঁজে
হাওয়া। মাঝি বিহীন এভাবে হেঁটে যাওয়ার মানে সে আসলে তৈরি হয়ে গেছে। যে কোনো
প্রতিকূলতার সামনে। এক এক করে ফুল তোলার মতো সাজাতে থাকে বিন্দু বিন্দু জল
কড়িবর্গার ধোঁয়াটে
আস্তরণে
No comments:
Post a Comment