প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

ঝড়ের রাতে | বিদ্যুৎ মিশ্র

বাতায়ন / ছড়া/৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/ ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছড়া বিদ্যুৎ মিশ্র   ঝড়ের রাতে   ঝড়ের...

Monday, May 19, 2025

পোড়া | তূয়া নূর

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
তূয়া নূর
 
পোড়া

এত সুখে থাকা ভাল না
একটু হলেও কষ্ট পাওয়া ভাল।
একটু কষ্টে থাকা ভাল
অন্তত জীবনে একদিন নাহয় অভুক্ত থাকার কষ্ট,
বুকের ভেতর একটা পোড়া কষ্ট থাকা ভাল,
একটু হলেও মন খারাপ হওয়া ভাল,
তাহলে সুখের মূল্য বোঝা যায়,
যেমন রাত সৃষ্টি করে একটা দিনের পরিকল্পনা।  


পৃথিবীর বুকে চাপে তাপে কয়লার কার্বন থেকে হয় হীরকের খণ্ড।
মাটি খুঁড়ে গভীর থেকে মানুষ বের করে আনে।
দাবানলে পুড়ে পুড়ে ছাই হয় বনভূমি।
পৃথিবীর মতো মানুষের ভেতরেও আগুন
আগুন তার চোখে,
জ্বরে পুড়ে সারা শরীর, কপাল।
আগুনের ফুলকি খেলে যায় পাথর ঘষা আঙুলের তুড়িতে।

মানুষ কষ্টে দুঃখে পুড়ে হয় ছাই
ছাই উড়ে যায়, যায় রেখে দামী মাণিককণা। 
 

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)