বাতায়ন/কবিতা/৩য় বর্ষ/১৪তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা
নজর উল ইসলাম
ছেলেখেলা
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা
নজর উল ইসলাম
পৃথিবীতে এত কিছু তবু
শূন্যতায় হাহাকার
যদি অনালোকে বসে ভাবি থেমে
যায় সব
সব মানে গাঁজাখুরি যত
ছেলেখেলা
আমরা সবাই আছি একে অন্যের
কাছাকাছি
তাও অসহায় শুধু নিরালা শুধু নিরালা
জীবন বলতে যা বোঝায়—বুঝি এই জীবন
মানুষের গণহত্যার আমন্ত্রণ আসে উড়ে
উড়ে যায় পাখির মতো আরও নিমজ্জনে
গভীরে উচ্ছ্বাসে ভাসে ভীষণ ভয়াল স্তব্ধতা
বিষাদের বাঁশি বাজে নিরুক্ত সন্ন্যাসে
ভুল যেন পাশাপাশি বসে থাকা
চারিদিকে সন্ত্রাস চারিদিকে আগ্রাসন
রক্তমাখা মুখ তাকিয়ে দেখব কী
অশ্রুত ভিজে যাই অভিঘাতে অসম্ভব
কোথাও প্রাণস্পন্দন নেই খোলসটা অমানবিক
এই যে আছি এর শোধ কী দেব— পৃথিবী তোমার
সারা গা আমারও লাল—লাল জবাফুল
অবর্ণন আমি ও আমরা অদ্ভুত আস্তানায়
সাড়াশব্দহীন আরক্ত ছাপছবি একা... একা...!
তাও অসহায় শুধু নিরালা শুধু নিরালা
জীবন বলতে যা বোঝায়—বুঝি এই জীবন
মানুষের গণহত্যার আমন্ত্রণ আসে উড়ে
উড়ে যায় পাখির মতো আরও নিমজ্জনে
গভীরে উচ্ছ্বাসে ভাসে ভীষণ ভয়াল স্তব্ধতা
বিষাদের বাঁশি বাজে নিরুক্ত সন্ন্যাসে
ভুল যেন পাশাপাশি বসে থাকা
চারিদিকে সন্ত্রাস চারিদিকে আগ্রাসন
রক্তমাখা মুখ তাকিয়ে দেখব কী
অশ্রুত ভিজে যাই অভিঘাতে অসম্ভব
কোথাও প্রাণস্পন্দন নেই খোলসটা অমানবিক
এই যে আছি এর শোধ কী দেব— পৃথিবী তোমার
সারা গা আমারও লাল—লাল জবাফুল
অবর্ণন আমি ও আমরা অদ্ভুত আস্তানায়
সাড়াশব্দহীন আরক্ত ছাপছবি একা... একা...!
No comments:
Post a Comment