বাতায়ন/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/১৪তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | যদি এমন হতো
মণিজিঞ্জির সান্যাল
যদি
এমন হতো
কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | যদি এমন হতো
মণিজিঞ্জির সান্যাল
এই, যদি এমন হতো
হঠাৎ ভিড়ের মাঝে তুমি সামনে
দাঁড়িয়ে
আমার সমস্ত বিস্ময়ের অবসান
ঘটিয়ে
তুমি বললে,
আমার বিস্ময় তখনো কাটেনি;
আচ্ছা কাটবে কীভাবে বলোতো?
তোমার অত কাজের মাঝে
তুমি আসবে কীভাবে আমার কাছে?
আমাকে অবাক করে
তুমি বললে,
কেন নয়! তোমাকে দেখব বলে
আমি সব কাজকে উপেক্ষা করতে পারি।
এই কাজটা আমার কাছে সবচেয়ে দামি;
তা তুমি বুঝবে কেমন করে?
সত্যিই যদি এমন হতো;
আমায় দেখবে বলে
তুমি অবাক করা একটা কাজ করলে;
অফিসে একের পর এক মিথ্যে
ছুটি।
আমার হাত ধরে বললে
এতটুকু তো করাই যায় তাই না বলো?
সত্যিই যদি এমন হতো
আমি ভালোবাসি বলে আবার তুমি ব্যাট ধরলে,
তারপর একের পর এক ছক্কা।
আমি দু চোখ ভরে বিস্ময়ে হতবাক,
তোমার সেই ছক্কা ঢেউয়ের মতো
দুলতে দুলতে
একেবারে দর্শকাসনে!
কখনো যদি এমন হয়
আমায় ভালোবাসো বলে মান্না'দেকে সঙ্গী করে অনেকটা পথ
চলতে চলতে তুমি অনায়াসে বললে
'হৃদয় আছে যার সেই তো ভালোবাসে'
যদি সত্যিই এমন হতো
হঠাৎ ভিড়ের মাঝে তুমি বলে উঠলে
এই তো আমি
তোমার আমি...
তুমি আসবে কীভাবে আমার কাছে?
তুমি বললে,
আমি সব কাজকে উপেক্ষা করতে পারি।
এই কাজটা আমার কাছে সবচেয়ে দামি;
সত্যিই যদি এমন হতো;
তুমি অবাক করা একটা কাজ করলে;
আমার হাত ধরে বললে
এতটুকু তো করাই যায় তাই না বলো?
সত্যিই যদি এমন হতো
আমি ভালোবাসি বলে আবার তুমি ব্যাট ধরলে,
আমি দু চোখ ভরে বিস্ময়ে হতবাক,
একেবারে দর্শকাসনে!
আমায় ভালোবাসো বলে মান্না'দেকে সঙ্গী করে অনেকটা পথ
চলতে চলতে তুমি অনায়াসে বললে
'হৃদয় আছে যার সেই তো ভালোবাসে'
হঠাৎ ভিড়ের মাঝে তুমি বলে উঠলে
এই তো আমি
তোমার আমি...
No comments:
Post a Comment