বাতায়ন/কবিতা/৩য় বর্ষ/১৪তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা
উদয় মণ্ডল
দহন
খর দহন জ্বালায় জ্বলে খুব
এলেবেলে গুরু-জীবন
স্বপ্নক্ষুধা চির যাপন
মৃত্যু ডেকে শ্মশানে যায় চুপ।
কেউ কখন দহন ছাড়া বাঁচে?
সুখ দহনে দুঃখ আসে
দুখ প্রদাহে সুখ যে হাসে
এর বাইরে এমন কেউ আছে?
দহন রোজ বাঁচতে থাকা পণ
ধনুক ভাঙে তবুও রাখি
তীরের ফলা যেটুক বাকি
দহন জ্বালা সইব যতক্ষণ।
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা
উদয় মণ্ডল
ঋজু-জীবন সরল নয়
আর
পোড়া ধাতুর নানা বাসন
নিয়ত তার কাঁপে আসন
শুষ্ক কাঠে চির দহন ভার।
এলেবেলে গুরু-জীবন
স্বপ্নক্ষুধা চির যাপন
মৃত্যু ডেকে শ্মশানে যায় চুপ।
দুখ প্রদাহে সুখ যে হাসে
এর বাইরে এমন কেউ আছে?
ধনুক ভাঙে তবুও রাখি
তীরের ফলা যেটুক বাকি
দহন জ্বালা সইব যতক্ষণ।
No comments:
Post a Comment