বাতায়ন/ছড়া/৩য় বর্ষ/১৪তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ,
১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছড়া
বিদ্যুৎ মিশ্র
ঝড়ের
রাতে
ঝুড়ি হাতে দাদার সাথে
কুড়িয়ে সব আম,
এখন বুঝি সেসব স্মৃতি
কত যে তার দাম।
বৃষ্টি বাদল মাথায় নিয়ে
আম কুড়ানোর লোভ,
বুকের মাঝে হয় যে জমা
হারিয়ে যাওয়া ক্ষোভ।
ইচ্ছেগুলো আজও আছে
যখন ওঠে ঝড়,
ইচ্ছে করে যাই ছুটে ভাই
আবার মামাঘর।
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছড়া
বিদ্যুৎ মিশ্র
ঝড়ের রাতে মামার বাড়ি
ভীষণ মজা পাই,
তাই কুড়োতে যাই।
কুড়িয়ে সব আম,
কত যে তার দাম।
আম কুড়ানোর লোভ,
হারিয়ে যাওয়া ক্ষোভ।
যখন ওঠে ঝড়,
আবার মামাঘর।
No comments:
Post a Comment