প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

ঝড়ের রাতে | বিদ্যুৎ মিশ্র

বাতায়ন / ছড়া/৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/ ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছড়া বিদ্যুৎ মিশ্র   ঝড়ের রাতে   ঝড়ের...

Thursday, August 7, 2025

ঝড়ের রাতে | বিদ্যুৎ মিশ্র

বাতায়ন/ছড়া/৩য় বর্ষ/১তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছড়া
বিদ্যুৎ মিশ্র
 
ঝড়ের রাতে
 

ঝড়ের রাতে মামার বাড়ি
ভীষ মজা পাই,
আম পড়ে যেই গাছের থেকে
তাই কুড়োতে যাই।

 
ঝুড়ি হাতে দাদার সাথে
কুড়িয়ে সব আম,
এখন বুঝি সেসব স্মৃতি
কত যে তার দাম।
 
বৃষ্টি বাদল মাথায় নিয়ে
আম কুড়ানোর লোভ,
বুকের মাঝে হয় যে জমা
হারিয়ে যাওয়া ক্ষোভ।
 
ইচ্ছেগুলো আজও আছে
যখন ওঠে ঝড়,
ইচ্ছে করে যাই ছুটে ভাই
আবার মামাঘর।
 

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)