বাতায়ন/কবিতা/৩য় বর্ষ/১৪তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা
সুশান্ত সেন
এই
সময়ে
এমত সময়ে কী যে করি?
প্রতিবাদ ও
হিংসা কি মিত্র!
পাশাপাশি হাত ধরাধরি করে চলে?
গান্ধীবাদ
কি অচল পৃথিবীতে!
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা
সুশান্ত সেন
অগ্নিদগ্ধ
সময়ে একটু ছায়া-দায়ী বৃক্ষের সন্ধানে রত হই
জঙ্গল কেটে
কেটে দিগন্ত বিস্তৃত খোলা মাঠ সামনে
ছায়া-দায়ী
বৃক্ষের দেখা মেলে না।
কোথাও ছায়া
নেই।
পাশাপাশি হাত ধরাধরি করে চলে?
No comments:
Post a Comment