বাতায়ন/ঝড়/সম্পাদকীয়/৩য় বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩২
ঝড় | সম্পাদকীয়
টিকে থাকার সাধনা
শুভ নববর্ষ, ১৪৩২। শুভ বাতায়ন অনলাইন পত্রিকা ৩য় বার্ষিকী।
শিল্প-সাহিত্য সৃজনে প্রধান ভূমিকা ঝড়ের। ঝড়-আন্দোলন-দোলা যদি যে-কোনো সৃজনশীল মানুষের মনে রেখাপাত না-করে তিনি সৃষ্টি করতে পারেন কি? এ তো আর যন্ত্রের কর্ম নয়, সৃজনশীল মানুষ মাত্রেই তা জানেন। এই ঝড় সমাজের যে-কোনো ক্ষেত্রেই হতে পারে। আমাদের এই বর্ষপূর্তি সংখ্যায় তাই ঝড় বা হৃদয়ের দোলাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে প্রেমেন্দ্র মিত্রের জং কবিতার কথা মনে পড়ছে,
যদিও ইদানীং হঠাৎ কিছু প্রাপ্তির বশীভূত হয়ে অনেকেই চালাকির আশ্রয় নিয়ে শর্টকাট পন্থা অবলম্বন করছেন। হয়তো-বা শুধু ইদানীং নয় হয়তো এমন পন্থা চিরকালই ছিল সংখ্যার হেরফেরে, তবে তাঁরা বা তাঁদের সৃষ্টি টেকেনি।
প্রত্যেক সাহিত্যসেবীর অন্তরে চিরকালীন সৃষ্টিই প্রধান লক্ষ্য হওয়া উচিত, সে তিনি শিল্প-সাহিত্যের যে মাধ্যমেই বিচরণ করুন-না-কেন।
সকলেই সুস্থ মনে পথ চলুন, দেখবেন হাজার প্রতিবন্ধকতা সত্ত্বেও আপনার সামনে জগতের তথা মানবের সুস্থ রূপ ধরা দেবে।
টিকে থাকার সাধনা
"প্রত্যেক সাহিত্যসেবীর অন্তরে চিরকালীন সৃষ্টিই প্রধান লক্ষ্য হওয়া উচিত, সে তিনি শিল্প-সাহিত্যের যে মাধ্যমেই বিচরণ করুন-না-কেন।"
শুভ নববর্ষ, ১৪৩২। শুভ বাতায়ন অনলাইন পত্রিকা ৩য় বার্ষিকী।
বাতায়ন অনলাইন পত্রিকার সকল সম্মানীয় সভ্যবৃন্দকে শুভ নববর্ষ, ১৪৩২-এর অন্তহীন শুভেচ্ছা ও অফুরান শুভকামনা জানাই। আপনারা আমাদের তালে তাল মিলিয়ে না চললে আমাদের যাত্রা এভাবে এগিয়ে চলতে সক্ষম হোতো না। আগামী দিনেও আপনারা আমাদের সঙ্গে সক্রিয়ভাবেই থাকবেন এটাই কাম্য।
শিল্প-সাহিত্য সৃজনে প্রধান ভূমিকা ঝড়ের। ঝড়-আন্দোলন-দোলা যদি যে-কোনো সৃজনশীল মানুষের মনে রেখাপাত না-করে তিনি সৃষ্টি করতে পারেন কি? এ তো আর যন্ত্রের কর্ম নয়, সৃজনশীল মানুষ মাত্রেই তা জানেন। এই ঝড় সমাজের যে-কোনো ক্ষেত্রেই হতে পারে। আমাদের এই বর্ষপূর্তি সংখ্যায় তাই ঝড় বা হৃদয়ের দোলাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে প্রেমেন্দ্র মিত্রের জং কবিতার কথা মনে পড়ছে,
হাওয়া বয় সন সন
তারারা কাঁপে।
হৃদয়ে কি জং ধরে
পুরানো খাপে।
ঝড়— ঝড় তুলুক মনে বা বনে হৃদয় নিংড়ে বেরিয়ে আসুক নির্যাস
কবি-সাহিত্যিক-শিল্পীর সৃজনে।যদিও ইদানীং হঠাৎ কিছু প্রাপ্তির বশীভূত হয়ে অনেকেই চালাকির আশ্রয় নিয়ে শর্টকাট পন্থা অবলম্বন করছেন। হয়তো-বা শুধু ইদানীং নয় হয়তো এমন পন্থা চিরকালই ছিল সংখ্যার হেরফেরে, তবে তাঁরা বা তাঁদের সৃষ্টি টেকেনি।
প্রত্যেক সাহিত্যসেবীর অন্তরে চিরকালীন সৃষ্টিই প্রধান লক্ষ্য হওয়া উচিত, সে তিনি শিল্প-সাহিত্যের যে মাধ্যমেই বিচরণ করুন-না-কেন।
সকলেই সুস্থ মনে পথ চলুন, দেখবেন হাজার প্রতিবন্ধকতা সত্ত্বেও আপনার সামনে জগতের তথা মানবের সুস্থ রূপ ধরা দেবে।
মাঝে মাঝে একটা ঝড়ের খুব প্রয়োজন। সব লন্ডভন্ড করে আবার নতুন করে সাজিয়ে তোলার জন্য।
ReplyDeleteএকদম ঠিক।
ReplyDeleteমন আনন্দিত। ঝড় তোলপাড় করে দিক সব গ্লানি দুঃখ কষ্ট।
ReplyDeleteধন্যবাদান্তে শুভেচ্ছা রইল
ReplyDeleteধন্যবাদান্তে শুভেচ্ছা রইল
ReplyDeleteখুব সুন্দর একটি বিষয় নির্বাচিত হয়েছে, ঝড় সত্যিই শুধু প্রকৃতির রুদ্র রূপ নয়। কখনও কখনও ঝড় ওঠে জীবনে। আর সেই ঝড়ে খড়কুটোর মতো ভেসে যায় সাজানো সংসার।
ReplyDeleteএকদমই তাই, টিকে থাকতেই হবে। দায়, দায়িত্ব আর জবাবদিহির প্রশ্নে পাশ কাটিয়ে যাওয়া যাবে না কিছুতেই। এ কেমন জীবনের সামনে আমরা দাঁড়িয়ে?
ReplyDeleteসম্পর্কের ক্ষেত্রে যে এত বড় ফাটল দেখা দিয়েছে, সেটা এর আগে এতটা নগ্নভাবে বুঝতে পারা যায়নি। এটা তো আমরা অনুধাবন করতে পারছিলাম, ইন্টারনেট বা ভার্চুয়াল ওয়ার্ল্ডয়ের কারণে নাগরিক জীবনে একাকিত্ব, নিঃসঙ্গতা আর বিচ্ছিন্নতাবোধ বাড়ছে। —এবং বাড়ছে পারস্পরিক দূরত্বও।
সময়োচিত একটি বিষয় নির্বাচন ও তার সাথে মানানসই প্রচ্ছদ, সুন্দর সম্পাদকীয় সহ সামগ্রিক পরিকল্পনায় মুন্সিয়ানার ছাপ। প্রিয় সম্পাদককে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অনেক শুভ কামনা জানাই।
সৃষ্টি যেখানে প্রাধান্য পায় সেখানে এগিয়ে যাওয়ার পথ অবশ্যই প্রশস্ত হয়
ReplyDeleteখুব সুন্দর লাগল । প্রথম লাইনটি অপূর্ব। " টিকে থাকার জন্য ঝড়ের খুব প্রয়োজন "।
ReplyDeleteখুব সুন্দর লাগল । প্রথম লাইনটি অপূর্ব। " টিকে থাকার জন্য ঝড়ের খুব প্রয়োজন "।
ReplyDeleteঝড় আসার কথা শুনে আমরা ভয় পাই বটে। পুরানো সব কিছুকে ঝরিয়ে দিয়ে নতুনের আহ্বান জানায় ঝড়। বসন্তকালে সম্পাদকীয় অত্যন্ত প্রাসঙ্গিক।
ReplyDelete