প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

ঝড় | টিকে থাকার সাধনা

বাতায়ন /ঝড়/ সম্পাদকীয়/ ৩ য় বর্ষ/ ১ ম সংখ্যা/ ১লা বৈশাখ,   ১৪৩ ২ ঝড় | সম্পাদকীয় টিকে থাকার সাধনা "প্রত্যেক সাহিত্যসেবীর অন্তরে চিরকালীন...

Friday, April 11, 2025

সময় | পুষ্প সাঁতরা

বাতায়ন/ঝড়/গল্পাণু/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | গল্পাণু
পুষ্প সাঁতরা

সময়

"একজনের সাহায্যের হাত আর একজনের সমপর্ণের চোখ! এখন ধূসর চাঁদ কেটে ঝলমলে চন্দ্রিমাতখন আকাশের বুকে লুটোপুটি খাচ্ছে!"


-ধর— ধর পালাচ্ছে মাগিটা— পালিয়ে আর যাবি কুথায় এ জিম্বায় তোকে আসতে হবেক, শালি কুথায় কুথায় তক্কো, বলে কিনা বাপের বাড়ি থিক্যা ট্যাকা আনতে পারবুনি—

হাতের লাঠি উঁচিয়ে কথাগুলো বলে দম নেয় হারু কোটাল।
-আরে শালা বিহার সময় ত্যদের মনে ছিল্য নি, মোরা এখন ব্যবসা করব্য কী দিয়্যা? দুট্যা তো খ্যাতি হবেক
এখন আকাশে কালবৈশাখী মেঘ ঝড়বৃষ্টির ভয়ন্ত সংলাপ! সায়ন্তিনী ছুটছে শরীর থেকে কাপড় খুলে মাটিতে, বাইরে ঝড় মনেও, ছুটতে ছুটতে স্টেশন, দেখে ট্রেনটা দাঁড়িয়ে, উঠে পড়ে, তারপর আর কিছু মনে নেই! জ্ঞান ফিরতেই দেখে সৌম্য দা,
-আমি ওই ট্রেনে ছিলাম, অজ্ঞান আবার মাথা ফেটে রক্ত পড়ছে দেখে আমিই— আমি এখন রেলকর্মী, কাজে যাচ্ছিলাম, জোর করে তোকে বিয়ে দেওয়ার ফল! ওই মোদোমাতালকে!

একজনের সাহায্যের হাত আর একজনের সমপর্ণের চোখ! এখন ধূসর চাঁদ কেটে ঝলমলে চন্দ্রিমা, তখন আকাশের বুকে লুটোপুটি খাচ্ছে!

সমাপ্ত

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)