বাতায়ন/ঝড়/কবিতা/৩য় বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩২
ঝড় | কবিতা
ঋজুরেখ চক্রবর্তী
তাণ্ডব
ঋজুরেখ চক্রবর্তী
সেই আমাদের অপারদর্শী
রাত্রিটির কথা মনে করো─
যে আমাদের চালচুলোহীন বিরহের
আনাচেকানাচে
আপাত তাচ্ছিল্যে কিন্তু আসলে
পরম যত্নে গুঁজে দিয়েছিল
ঝাঁঝালো মশলার কৌটো,
আর কাবার্ডে পেয়ালা-পিরিচের গায়ে গায়ে সুখী নিভৃতি।
সব দেখেও আমরা কোনও কথা বলতে পারিনি,
আর তারপর প্রথমে ধুলো উড়তে শুরু করল,
আচমকা ঝমঝম শব্দে নেমে এল বৃষ্টি।
আমাদের চালচুলোহীন বিরহের সেই প্রথম ঝড়ের।
তুমি আঙুল তুলে বলেছিলে:
এই অকালমৃত্যুর জন্য তুমি দায়ী,
মুগ্ধ হলাম কবি
ReplyDeleteমুগ্ধতার রাশে ছেয়ে গেলাম
ReplyDeleteসুন্দর কবিতা, খুব ভালো লাগল।
ReplyDeleteবাহ্
ReplyDelete