বাতায়ন/ঝড়/কবিতা/৩য় বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩২
ঝড় | কবিতা
প্রতীতি সরকার
আনকোরার
অপেক্ষা
এদিকে বিকেল ফুরোয় তোমার
অপেক্ষায়…
অবশেষে তুমি এলে!
ঝড়ের সন্ধিক্ষণে যখন দিগন্ত জুড়ে ধুলোর আস্তরণ
বিপন্ন পাখিদের তখন ঘরে ফেরার তাড়া
তুমি এলে-
দুহাতের আঁজলায় নিখুঁত কালবৈশাখী নিয়ে!
বোকা পাখিরাও তো অনায়াসেই
বোঝে ঝড়ের পূর্বাভাস
তবু আনকোরা আমি একটুকু বুঝিনি
তোমার ডিভোর্স পেপারের ষড়যন্ত্রের ইতিহাস।
প্রতীতি সরকার
সেদিন স্কুল শেষে বাড়ি ফিরে
সাংসারিক সব গুছিয়ে
ইলেকট্রিক কেটলিতে কফির জল চাপিয়ে
তোমার ফেরার অপেক্ষায়…
আমি তখন অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে
চ্যাটচ্যাটে গরমে আকাশ কেমন
ঘোলাটে
আলতারঙা আকাশে গুমোট মেঘের ত্রাস
ঠিক যেন এবছরের প্রথম ঝড়ের পূর্বাভাস!
ঝড়ের সন্ধিক্ষণে যখন দিগন্ত জুড়ে ধুলোর আস্তরণ
বিপন্ন পাখিদের তখন ঘরে ফেরার তাড়া
তুমি এলে-
দুহাতের আঁজলায় নিখুঁত কালবৈশাখী নিয়ে!
তবু আনকোরা আমি একটুকু বুঝিনি
তোমার ডিভোর্স পেপারের ষড়যন্ত্রের ইতিহাস।
No comments:
Post a Comment