বাতায়ন/ঝড়/কবিতা/৩য় বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩২
ঝড় | কবিতা
নিষাদ আফসারী খানম
বোশেখের
রোদ
ভেসে আসুক সুর, ছন্দ, লাগুক নব দোলা
রাত এবং দিনগুলো হোক আলোর মতো উজ্জ্বল
পুড়ে যাক প্রখর তাপে সকল জরা
উর্বর প্রান্তরে কচি ঘাসের মতো সবুজ হোক ধরা
মোহন বাঁশির চিকন সুরে তুমি
এসো
দোলা দাও, দোল খাও হৃদয়ে
প্রেম কোকিল সুরে কুহু ডাকুক এই দুপুরে
ঝড় হয়ে ঢুকে পরে এলোমেলো
করে দাও মনাঞ্চল
প্রেমাস্পর্শ হয়ে ললাটে ফুটে ওঠো
বৈশাখে মোর ঘরে প্রেম হয়ে এসো
প্রখর তাপে শীতল জলের স্পর্শ হয়ে এসো
ঝড় | কবিতা
নিষাদ আফসারী খানম
বোশেখের রোদে মিঠে আতর হয়ে
এসো
রাঙাও প্রবল রঙে
রাত এবং দিনগুলো হোক আলোর মতো উজ্জ্বল
উর্বর প্রান্তরে কচি ঘাসের মতো সবুজ হোক ধরা
দোলা দাও, দোল খাও হৃদয়ে
প্রেম কোকিল সুরে কুহু ডাকুক এই দুপুরে
প্রেমাস্পর্শ হয়ে ললাটে ফুটে ওঠো
বৈশাখে মোর ঘরে প্রেম হয়ে এসো
প্রখর তাপে শীতল জলের স্পর্শ হয়ে এসো
No comments:
Post a Comment