বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন,
১৪৩০
বিরহ
| কবিতা
অজয় দেবনাথ
বিরহী
বসন্ত ডাকছে…
আমিও ডাকছি তোমায় অনন্তকাল... বিরহী যক্ষের মতো…
ফুলে-ফুলে রঙে-রঙে আলোতে-অন্ধকারে তাই-ই অতৃপ্ত বাসনা
ব্যাকুল বেদনা প্রতিধ্বনিরত আকাশে-বাতাসে, সাগরে-পাহাড়ে, নদীর ঝরনাধারায়…
কখন আসবে তুমি…
সময়-প্রকৃতি বদলে যাচ্ছে
দ্রুত
ইতিহাসে হিংস্র আঁচড়ের ছোঁওয়া
ঘন তমসাবৃত রাত্রি গ্রাস করবে মানবের ধর্ম
কে বলতে পারে বলো, কাল থাকব কিনা আমি
অথবা তুমিও—
এই বেলা একবার তো এসো তুমি…
হৃদয়ের সঞ্চয়ে থেকে
যাক সুখস্মৃতি
উত্তর-প্রজন্ম জেনে নিতেই পারে
বসন্তের হাওয়া এখানেই ছিল একদিন
ছিল কোকিলের মনকেমনের ডাক
ভীষণ জীবন্ত ছিল মানবতা
তারপর…
যদি না-ই আসে আর মধুমাস
হৃদয়ে হৃদয় যদি না-ই দেয় দোল
অনন্ত-বিরহী থেকে যাব আমি—
এখনও ডাকছি তোমাকে সখী
নাহয় এখন একবার কাছে এসো…
আমিও ডাকছি তোমায় অনন্তকাল... বিরহী যক্ষের মতো…
ফুলে-ফুলে রঙে-রঙে আলোতে-অন্ধকারে তাই-ই অতৃপ্ত বাসনা
ব্যাকুল বেদনা প্রতিধ্বনিরত আকাশে-বাতাসে, সাগরে-পাহাড়ে, নদীর ঝরনাধারায়…
কখন আসবে তুমি…
ইতিহাসে হিংস্র আঁচড়ের ছোঁওয়া
ঘন তমসাবৃত রাত্রি গ্রাস করবে মানবের ধর্ম
কে বলতে পারে বলো, কাল থাকব কিনা আমি
অথবা তুমিও—
এই বেলা একবার তো এসো তুমি…
উত্তর-প্রজন্ম জেনে নিতেই পারে
বসন্তের হাওয়া এখানেই ছিল একদিন
ছিল কোকিলের মনকেমনের ডাক
ভীষণ জীবন্ত ছিল মানবতা
তারপর…
হৃদয়ে হৃদয় যদি না-ই দেয় দোল
অনন্ত-বিরহী থেকে যাব আমি—
এখনও ডাকছি তোমাকে সখী
নাহয় এখন একবার কাছে এসো…
খুব ভালো লাগলো।
ReplyDeleteআন্তরিক ধন্যবাদ বন্ধু, আপনার পরিচয় পেলে আরও ভালো লাগত।
Deleteসুন্দর কবিতা। খুব ভালো লাগল।
ReplyDeleteআন্তরিক ধন্যবাদ দীপক-দা। পাশে থাকুন।
Deleteখুব ভালো কবিতা- জয়িতা
ReplyDeleteতোমাকে আন্তরিক ধন্যবাদ জানাই জয়িতা। সঙ্গে থেকো।
Deleteআপনার লেখা সবসময় হৃদয়স্পর্শী যা বুকের গভীরে আছড়ে পড়ে,অসাধারণ লেখনি আপনার! খুব ভালো থাকবেন অন্তর থেকে শুভকামনা 🌹
ReplyDeleteআপনাকে অজস্র ধন্যবাদ বন্ধু। আপনার মন্তব্য প্রেরণা জোগায়, কিন্তু আপনার পরিচয়টা দিলে ভাল লাগত।
Deleteপরিচয় নাইবা পেলেন!আপনার জন্য সবসময় অন্তর থেকে শুভকামনা ❤️🌹🙏
Deleteবেশ, অজ্ঞাতবাসিনী... আপনিও আমার অন্তহীন শুভেচ্ছা নেবেন।
Deleteআহা! অসাধারণ...
ReplyDeleteআপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই কবি-বন্ধু। খুব ভাল থাকুন।
Deleteখুব ভালো লাগলো
ReplyDeleteআন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানাই। ভাল থাকুন।
Deleteস্যার খুব সুন্দর অভিব্যক্তি
ReplyDeleteকে তুমি! নিজের পরিচয় দাও।
Delete