বাতায়ন/বিরহ/কবিতা/১ম
বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০
বিরহ | কবিতা
মধুপর্ণা বসু
আরও একবার
আমাদের
অভিযোগ অভিমান
এখনো কি মুখ চেয়ে হিসেব মেলাবে?
বিকেলের ছেঁড়া মেঘে
লেকের ধারেতে বসা সময় হারাবে।
এখনো কি মুখ চেয়ে হিসেব মেলাবে?
বিকেলের ছেঁড়া মেঘে
লেকের ধারেতে বসা সময় হারাবে।
এখনো কি হিসেব মেলাবে?
জগতের অযাচিত অনাহূত দায়,
হৃদয়ের ক্ষত দেখে যায়?
প্রস্তুত ভুলে যেতে আরও একবার
ভুলভ্রান্তি সমঝোতা মিথ্যে অজুহাত,
সুযোগ খুঁজেছে চোখ, ফিরে বহুবার
মুছে দিতে সব অবুঝ সংঘাত।
সবই কি মিছে অজুহাত?
ভুলভ্রান্তি সমঝোতা মিথ্যে অজুহাত,
সুযোগ খুঁজেছে চোখ, ফিরে বহুবার
মুছে দিতে সব অবুঝ সংঘাত।
সবই কি মিছে অজুহাত?
রাগ ছুঁয়ে ঝোড়ো মেঘ চোখের পলকে
শোক গাথা পাশ ফিরে নির্ঘুম আছে,
কত শত কাল ধরে বারিষের
শব্দ ভুলে অভিমানে বাঁচে।
কত রাত তন্দ্রায় একা পড়ে আছে?
তবু তারা অকারণ ভালবাসা সবই ভুল
এই ভেবে কেঁদেছিল কত,
চায়ের কাপেতে ঠোঁট ছুঁয়ে জুড়িয়েছে
হৃদয়ের কাটাকুটি সবটুকু ক্ষত,
চোখের স্রোতের মুখে হৃদয়ের ক্ষত।
শোক গাথা পাশ ফিরে নির্ঘুম আছে,
কত শত কাল ধরে বারিষের
শব্দ ভুলে অভিমানে বাঁচে।
কত রাত তন্দ্রায় একা পড়ে আছে?
তবু তারা অকারণ ভালবাসা সবই ভুল
এই ভেবে কেঁদেছিল কত,
চায়ের কাপেতে ঠোঁট ছুঁয়ে জুড়িয়েছে
হৃদয়ের কাটাকুটি সবটুকু ক্ষত,
চোখের স্রোতের মুখে হৃদয়ের ক্ষত।
খুব সুন্দর লিখেছেন।
ReplyDelete