বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০
বিরহ | কবিতা
পিয়ালী সেন
প্লেটোনিক
এই বিরহ তোমার-আমার নয়…
উৎস হতে লেখা ছিল প্রেমের নামে ক্ষয়
জানাই ছিল তীব্র অমোঘ ভীষণ টানে
আকর্ষণে, অনুরাগে… অভিমানে,
এই চলারও শেষটুকু নিশ্চিত…
শুরুর তো সেই সমাপ্তিতেই ভিত
তবুও কোথাও খুব গভীরে এসে
হারার নেশাই রক্তে এসে মেশে
যমুনা হয় তীব্র বিষে নীল বারে বার
নিঃস্ব হয়েও বলো থাকে কী হারাবার?
উৎস হতে লেখা ছিল প্রেমের নামে ক্ষয়
জানাই ছিল তীব্র অমোঘ ভীষণ টানে
আকর্ষণে, অনুরাগে… অভিমানে,
এই চলারও শেষটুকু নিশ্চিত…
তবুও কোথাও খুব গভীরে এসে
হারার নেশাই রক্তে এসে মেশে
যমুনা হয় তীব্র বিষে নীল বারে বার
নিঃস্ব হয়েও বলো থাকে কী হারাবার?
চমৎকার লিখেছেন।
ReplyDeleteদারুন
ReplyDeleteশেষ লাইনটা অসাধারণ।
ReplyDeleteভালো লাগলো
ReplyDeleteঅসাধারণ অনুভূতি। দারুন বিশ্লেষণ
ReplyDeleteঅসাধারণ অনুভূতি। দারুন বিশ্লেষণ
ReplyDelete