বাতায়ন/বিরহ/কবিতা/১ম
বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০
বিরহ | কবিতা
শংকর ব্রহ্ম
প্রেম-বিরহ
কাউকে কখনও যদি ভাল
লাগে
তবে তাকে নিয়ে কবিতা লেখার কথা ভাব
ব্যঞ্জনা ও উপমায় দেখ রূপময় হয়ে ওঠে কিনা?
কিংবা কিছু না-ও করতে পার।
চোখের আড়ালে তাকে রাখ
কিছু কাল
শুধু মনে মনে ভাব তার কথা
বাগানে বসাও তাকে সাবধানে এনে
দেখ কোন জ্যোৎস্না ফোটে কিনা?
কাউকে কখনও যদি সত্যি
ভাল লাগে
তবে তাকে ছেড়ে চলে যাও দূরে বহুদূরে
তারপর তাকে তুলে এনে একান্ত গোপনে
আনমনে বসাও তুমি বুকের বাগানে
দেখ কোন ফুল ফোটে কিনা?
তারপর মনে প্রাণে ভালবাস তাকে।
তবে তাকে নিয়ে কবিতা লেখার কথা ভাব
ব্যঞ্জনা ও উপমায় দেখ রূপময় হয়ে ওঠে কিনা?
কিংবা কিছু না-ও করতে পার।
শুধু মনে মনে ভাব তার কথা
বাগানে বসাও তাকে সাবধানে এনে
দেখ কোন জ্যোৎস্না ফোটে কিনা?
তবে তাকে ছেড়ে চলে যাও দূরে বহুদূরে
তারপর তাকে তুলে এনে একান্ত গোপনে
আনমনে বসাও তুমি বুকের বাগানে
দেখ কোন ফুল ফোটে কিনা?
তারপর মনে প্রাণে ভালবাস তাকে।
চমৎকার লিখেছেন।
ReplyDeleteসুধাংশু চক্রবর্তী
ReplyDeleteNice
ReplyDeleteখুব সুন্দর...
ReplyDelete