প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, March 16, 2024

সুমিতা চৌধুরী | পূর্ণতায় এসো বসন্ত

বাতায়ন/অন্য চোখে/১ম বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০

অন্য চোখে

সুমিতা চৌধুরী

পূর্ণতায় এসো বসন্ত


পাতা ঝরার বেলা শেষে, মৃদু হিমেল হাওয়া গায়ে মেখে, আসে বসন্ত। শাখে-শাখে নবপল্লব দেয় উঁকি ফের। শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া, রাধাচূড়াদের লাল, গেরুয়া, হলুদ রঙে সেজে ওঠে প্রকৃতি, যেন অনুরাগের রঙে সেজে, সলাজ বধূবেশে। চারিদিকে অলিদের মধু আহরণের চপলতা। রং বাহারি প্রজাপতির মেলা। যেন প্রকৃতি জুড়ে চলছে এক আনন্দ উৎসব।

বসন্তসখা ডেকে ফেরে সবাকে, যেন বসন্ত আগমনের বার্তা দিতে। তার একটানা আবেগী স্বরে, ঘোর লাগে মনে। তখনই মৃদুমন্দ দখিনা বাতাস, ডাক দেয় যেন ফেরারী হওয়ার, দূরে ওই বাউলের একতারাটার সঙ্গে। উদাস মন ভেসে যায় কোথায়, পড়ে থাকে সব কাজ, বেলা বয়ে যায়। হয়তো মন খুঁজে ফেরে তার মনের মানুষকেই।

এমনই দিনে বুঝি কৃষ্ণরও মন চেয়েছিল রাধার সঙ্গ পেতে। তাই তো করেছিল আয়োজন, ফুল সম্ভারে সাজাতে তার প্রিয়াকে। আপন রঙে রাঙিয়ে করেছিল প্রেম নিবেদন। যা যুগে যুগে বহমান ধারায় পালিত হয় বসন্ত উৎসব রূপে।

তবে, আজ বসন্ত সবার ঘরে আসে না। কিছু ঘর অবহেলে পড়ে থাকে, নিরন্ন উপবাসের জঠর জ্বালায়, নিদ্রাহীন। জোর করে দেওয়া কিছু রং হয়তো থাকে তাদের গায়ে। কিন্তু তা যে হয় আরো বেদনার। গায়ের রং গায়েই শুকায়, চোখের জল চোখে। কেউ ফিরেও দেখে না তাদের জীবনের মৌলিক চাহিদাগুলো, পড়ে থাকে তারা নিশ্ছিদ্র রাতের অন্ধকারে, ধূলি-ধূসরতায় আজীবন।

আবার কিছু বসনে তথা মনেও থাকে সমাজের কড়া প্রহরা। তাই না রাঙে তাদের বসন, না রাঙে মন, এই বসন্ত উৎসবে। সমাজের শৃঙ্খল পায়ে জড়িয়ে, প্রিয়জনের স্মৃতি আঁকড়ে, পড়ে থাকে ঘরের কোণে আজও এমনই কত-শত, নিরম্বু উপবাসের কঠোর নিদান মেনে। হ্যাঁ, এই বিংশ শতাব্দীতে যদিও কিছু ভেঙেছে শৃঙ্খল, প্রতিবাদে, প্রতিরোধে। তবু, দুর্বল, অসহায়, আজও হচ্ছে নিপীড়িত। বসন্ত তাদের মনে, শুধুই জ্বালা ধরায়। 

অধুনা এই বসন্ত উৎসবে লেগেছে বহুদিনই, বহুল, লহুর দাগ। রঙের মুখোশের আড়ালে কিছু দুষ্কৃতি দেয় হানা, আপন স্বার্থ চরিতার্থ করে, কেউ নেয় প্রতিশোধ। কেউ বা করে কাম চরিতার্থ, রঙিন মুখোশের আড়ালে হায়েনা-সম। কত নারীই হয় ধর্ষিতা, কত নারী যায় বলি, তাদের লালসার আগুনে। উৎসব পরিণত হয় শোকে, আপনজনের হাহাকারের বুকফাটা আর্তনাদে। বসন্ত হয় মলিন, কলুষিত।

উৎসব, সে তো প্রাণের, হৃদয়ের এক মিলনমেলা, তবেই তার সার্থকতা। তাতে ফাগের রং থাকুক বা না থাকুক, সে যেন ভালবাসার রঙে হয় রঙিন সদাই। তাই, হে বসন্ত আগামীতে তুমি এই বার্তা দিয়ো সকলকে। কিছু গরম ডাল-ভাতের আশ্বাসের সোনালি রং ছড়িয়ো ওই চিটেবেড়ার ঘরগুলোয়। কিছু ভালবাসার, সান্নিধ্যের, বন্ধুত্বের, হলুদ আবিরে রেঙো ধূসর/ সাদা বসনগুলো, দিয়ো আপন পরশ ধূসর মনের মাঝে। আর সর্বাগ্রে করো সকল মানুষের মনের কালিমা নাশ, তোমার হোলিকা দহনের সাথেই। ভরে দিও তাতে রামধনু রঙা প্রেম, প্রীতি, শ্রদ্ধা, ভালবাসার আবির। এভাবেই এসো বসন্ত তুমি পূর্ণতায়, যুগে-যুগে, বারে-বারে, আপন মহিমায়, আপন ভালবাসার সম্ভার নিয়ে এই প্রকৃতির দ্বারে, মানবজীবনের হৃদয়কে দিতে ভরে।

সমাপ্ত

 

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)