প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Thursday, March 13, 2025

ফাগুনের আগুন দিনে | কৌশিক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
কৌশিক বন্দ্যোপাধ্যায়
 
ফাগুনের আগুন দিনে

পলাশে রংয়ের আগুন গাছের ওই পাতায় পাতায় 
অশোক আর শিমুল আঁকে শিশু তা আঁকার খাতায়
কী আবেশ জড়িয়ে থাকে আহ্লাদে ফুলের কুঁড়ি 
আলো আর ভালোর‌ বুকে জমে থাক স্মৃতির‌ নুড়ি
ভুলে সব দ্বন্দ্ব কুটিল মেশা চাই সবার প্রাণে 
নদী মাঠ তেপান্তরে প্রীতিরই অমল গানে
তবে তো ফুটবে কমল ফিকে হবে আঁধার যত 
ফাগুনের আগুন দিনে রং থাক ইতস্তত
ছোট বড় সবার মনে রং সব থাক-না মিশে
লাল নীল হলুদ সবুজ খুঁজে নিক বাঁচার দিশে
তবে তো জীবন জুড়ে বেজে যাবে মোহন বাঁশি 
শোক তাপ দুঃখ ভুলে থাকবে মধুর হাসি
আসবে নতুন বছর মাতব সুরে ও গানে
চৈত্র শেষের দিনে চেয়ে থাকি বোশেখ পানে
যা কিছু রুক্ষ বসন ঝরে যাক চিরতরে
ফাগুনের আগুন দিন লেখা থাক সাড়ম্বরে
 

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)