বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে
ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
জীবন সরখেল
বসন্ত
প্রেম স্নেহ
ভালবাসার গাঢ় রং
মেকি আভরণ সব মুছে ফেলে;
সহজিয়া
বাঁশির সুরেলা ঢেউ
নদীর সভ্যতা পিপাসার গান
কামনাশূন্য ময়ূরের ডানায় আঁকে বসন্ত।
রং | কবিতা
জীবন সরখেল
মেকি আভরণ সব মুছে ফেলে;
নদীর সভ্যতা পিপাসার গান
কামনাশূন্য ময়ূরের ডানায় আঁকে বসন্ত।
খেয়ালি একাকিত্ব বিষণ্ণতা ভার
গলায় পরে কিশলয়-কিঙ্কিণি হার!
তন্মাত্রা অসুখ ভ্রূমধ্যে বিসর্জন দেয়
কাঙ্ক্ষিত আণবিক অস্থিরতা...
নিয়োজিত অবনমন শূন্য উপত্যকায়
বোনে কোকিল পরিসর।
অশোক শাল শিমুল কৃষ্ণচূড়া পলাশের সাথে মুচকুন্দ রক্ত কাঞ্চনের বসন্তবাহার ক্রমে হয় প্রগাঢ়...
পরিণত বসন্ত সুর হৃদয়ের সব খাগ ঠেলে ফাগে-রং গুলালে পৃথিবীকে সহজেই ডেকে আনে এক উঠোনে।
গলায় পরে কিশলয়-কিঙ্কিণি হার!
তন্মাত্রা অসুখ ভ্রূমধ্যে বিসর্জন দেয়
কাঙ্ক্ষিত আণবিক অস্থিরতা...
নিয়োজিত অবনমন শূন্য উপত্যকায়
বোনে কোকিল পরিসর।
অশোক শাল শিমুল কৃষ্ণচূড়া পলাশের সাথে মুচকুন্দ রক্ত কাঞ্চনের বসন্তবাহার ক্রমে হয় প্রগাঢ়...
পরিণত বসন্ত সুর হৃদয়ের সব খাগ ঠেলে ফাগে-রং গুলালে পৃথিবীকে সহজেই ডেকে আনে এক উঠোনে।
No comments:
Post a Comment