বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে
ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
জয়িতা বসাক
মায়ানগরী
রং | কবিতা
জয়িতা বসাক
একটা মুছে যাওয়া ঘোলা বিকেলকে
অতর্কিতে রাঙিয়ে তোলা যায়
বিন্দু বিন্দু আলোর ফাল্গুনী রঙে;
জীর্ণ শাখা-প্রশাখার শরীরে শরীরে
বোনা যায় শিমুলের সোহাগী লাল আদর
খোলা জানলার
দৃষ্টির ওই পারে
যে মায়ানগরীর মুগ্ধতা লুকানো আছে,
তার টানেই ছিঁড়ে ফেলা যায় গহিন শিকড়,
সেই মায়াই ভুলিয়ে দেয় যন্ত্রণার ক্ষত;
কত প্রতিকূল প্রবাহ, কত উদ্দাম ঢেউ,
জড়িয়ে ধরে লতার দৃঢ় বাঁধনের মতো।
তবুও, পায়ের নীচে অদম্য জোয়ারের টান
এক একটা
সাধারণ রোজনামচার
আঙুলে লেগে যায় ঝকঝকে আলোর শব্দ;
অথচ জায়মান রংটুকু ফুরিয়ে এলেই,
কণ্ঠনালী ডুবে যায় জলজ ঘোলা আবর্তনে,
চোরাস্রোতে আর কুণ্ডলী পাকানো ধোঁয়ায়...
দিগন্ত
জুড়ে তখনও সূর্যাস্তের রঙিন বুনন।
অতর্কিতে রাঙিয়ে তোলা যায়
বিন্দু বিন্দু আলোর ফাল্গুনী রঙে;
জীর্ণ শাখা-প্রশাখার শরীরে শরীরে
বোনা যায় শিমুলের সোহাগী লাল আদর
যে মায়ানগরীর মুগ্ধতা লুকানো আছে,
তার টানেই ছিঁড়ে ফেলা যায় গহিন শিকড়,
সেই মায়াই ভুলিয়ে দেয় যন্ত্রণার ক্ষত;
কত প্রতিকূল প্রবাহ, কত উদ্দাম ঢেউ,
জড়িয়ে ধরে লতার দৃঢ় বাঁধনের মতো।
তবুও, পায়ের নীচে অদম্য জোয়ারের টান
আঙুলে লেগে যায় ঝকঝকে আলোর শব্দ;
অথচ জায়মান রংটুকু ফুরিয়ে এলেই,
কণ্ঠনালী ডুবে যায় জলজ ঘোলা আবর্তনে,
চোরাস্রোতে আর কুণ্ডলী পাকানো ধোঁয়ায়...
No comments:
Post a Comment