বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে
ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
উদয় মণ্ডল
রং
রং | কবিতা
উদয় মণ্ডল
কিন্তু যবে এগিয়ে এসে
আবির হাতে দুজন
মন বাজিয়ে, প্রাণ নাচিয়ে
রঙে হলাম স্বজন।
আবির হাতে দুজন
মন বাজিয়ে, প্রাণ নাচিয়ে
রঙে হলাম স্বজন।
পরস্পর রং মুছেছি
তাও ওঠেনি হোলি,
হৃদয় মাঝে দোলের খেলা
প্রেমের পদাবলি।
তাও ওঠেনি হোলি,
হৃদয় মাঝে দোলের খেলা
প্রেমের পদাবলি।
No comments:
Post a Comment