বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে
ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
উৎপলেন্দু পাল
সকালের
সুর
ছুঁয়ে দেখ
এই উজ্জ্বল সকাল
লাজুক আঙুলের পরশে
ছায়ার চাদরে ঢেকে থাকা ঘুম
আড়ামোড়া ভাঙে বালিশে
এখনও রোদ পোড়ায়নি স্বপ্নকলি
উৎপলেন্দু পাল
লাজুক আঙুলের পরশে
ছায়ার চাদরে ঢেকে থাকা ঘুম
আড়ামোড়া ভাঙে বালিশে
এখনও রোদ পোড়ায়নি স্বপ্নকলি
বাতাসে
ওড়েনি পরাগের রেশ
প্রজাপতি ডানা রং মেখে ওড়ে
মুগ্ধতার এই ফাল্গুনী দেশ
ছুঁয়ে দেখ এই স্বপ্ননীল আকাশ
স্বর্ণাভ রোদের কমনীয় তাপে
ধানীরং মেখে নিয়ে মাঠজোড়া
কারা যেন জীবনকে মাপে
ছিঁড়ে দাও সব জরিপের ফিতে
চলো এসে ঘাসফুল দেখি
ভুলে যাও যত দুপুরের কালোয়াতি
এসো শুধু ভৈরবী সুর চাখি।
প্রজাপতি ডানা রং মেখে ওড়ে
মুগ্ধতার এই ফাল্গুনী দেশ
ছুঁয়ে দেখ এই স্বপ্ননীল আকাশ
স্বর্ণাভ রোদের কমনীয় তাপে
ধানীরং মেখে নিয়ে মাঠজোড়া
কারা যেন জীবনকে মাপে
ছিঁড়ে দাও সব জরিপের ফিতে
চলো এসে ঘাসফুল দেখি
ভুলে যাও যত দুপুরের কালোয়াতি
এসো শুধু ভৈরবী সুর চাখি।
No comments:
Post a Comment