বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে
ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
মোঃ আব্দুল রহমান
গোপন
ভালবাসা
রং | কবিতা
মোঃ আব্দুল রহমান
গোপন
ভালবাসা শুধু গোপনেই রয়ে যায়
অনুভবে আর অনুভূতির সাগরে
আওয়াজ তোলে বড়ই কম
গোপন ভালবাসা কেবল গোপনেই থেকে যায়
অনুভবে আর অনুভূতির সাগরে
আওয়াজ তোলে বড়ই কম
গোপন ভালবাসা কেবল গোপনেই থেকে যায়
স্পর্শে আর নোনাজলের সাগরে
পলি জমে বুকে বড়ই কম
গোপন ভালবাসা যে গোপনেই ছবি এঁকে যায়
আলতো ছোঁয়া আর মনমাঝারে
ব্যথা জাগে গরলে জখম
গোপন ভালবাসা শুধু যে গোপনেই বেঁচে রয়
আবদারে আর আবডালের ঘরে
অজানায় দুটি মনের দহন
গোপন ভালবাসা যত গোপনে থেকে যায়
ভাবনা আর বিরহের উষ্ণ আঁচড়
অদৃশ্যে দুটি প্রাণের মরণ!
পলি জমে বুকে বড়ই কম
গোপন ভালবাসা যে গোপনেই ছবি এঁকে যায়
আলতো ছোঁয়া আর মনমাঝারে
ব্যথা জাগে গরলে জখম
গোপন ভালবাসা শুধু যে গোপনেই বেঁচে রয়
আবদারে আর আবডালের ঘরে
অজানায় দুটি মনের দহন
গোপন ভালবাসা যত গোপনে থেকে যায়
ভাবনা আর বিরহের উষ্ণ আঁচড়
অদৃশ্যে দুটি প্রাণের মরণ!
No comments:
Post a Comment