বাতায়ন/রং/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতাগুচ্ছ | তুষার রায় | এখন কবিতা
তুষার রায়
এখন
কবিতা
এখন শরীরের প্রত্যেকটি কূপ
কিংবা ক্ষতমুখ থেকে
নির্গলিত এ্যাসিড জ্বালানো বাদামি ধোঁয়া
এখন দূর বনে কুড়ুল চালানোর শব্দে আমার রক্তপাত
চারপাশের মুখ ও প্রকৃতির মধ্যে দ্রুত বিবর্তন, মানে
যার যা হবার কথা সে তার বিপরীত হয়ে যাচ্ছে
যেমন ঘোড়া হয়ে যাচ্ছে রমণীর প্রকৃষ্ট প্রেমিক
হীরের মতো দাম পাচ্ছে তেলাকুচার মালা।
বমি করার শব্দের মতো হয়ে
এসেছে গান প্রায়
মস্তিস্কের জায়গায় পেট আর লিঙ্গের ওপরে চোখ
বহু বদলোক এখন ভেজালের মতো তরলে তরল
কঠিনে কঠিন মিশে থাকছে
তাই দুধ কি মদের মধ্যে জলের
হিসেব ধরা
এখন সত্যিই খুব কঠিন হে।
রং | কবিতাগুচ্ছ | তুষার রায় | এখন কবিতা
তুষার রায়
নির্গলিত এ্যাসিড জ্বালানো বাদামি ধোঁয়া
এখন দূর বনে কুড়ুল চালানোর শব্দে আমার রক্তপাত
চারপাশের মুখ ও প্রকৃতির মধ্যে দ্রুত বিবর্তন, মানে
যার যা হবার কথা সে তার বিপরীত হয়ে যাচ্ছে
যেমন ঘোড়া হয়ে যাচ্ছে রমণীর প্রকৃষ্ট প্রেমিক
হীরের মতো দাম পাচ্ছে তেলাকুচার মালা।
মস্তিস্কের জায়গায় পেট আর লিঙ্গের ওপরে চোখ
বহু বদলোক এখন ভেজালের মতো তরলে তরল
কঠিনে কঠিন মিশে থাকছে
এখন সত্যিই খুব কঠিন হে।
No comments:
Post a Comment