প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

ঝড়ের রাতে | বিদ্যুৎ মিশ্র

বাতায়ন / ছড়া/৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/ ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছড়া বিদ্যুৎ মিশ্র   ঝড়ের রাতে   ঝড়ের...

Thursday, August 7, 2025

রক্তিম অধ্যায় | পিঙ্কি ঘোষ

বাতায়ন/কবিতা/৩য় বর্ষ/১তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা
পিঙ্কি ঘোষ
 
রক্তিম অধ্যায়
 

ঘুণ ধরা স্বপ্নেরা শরতের আকাশে
সাদা পেঁজা তুলোর মতো-
মনের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ভেসে বেড়ায়,

হারিয়ে যাওয়া বিশ্বাসকে-
কস্তুরী মৃগের মতো খুঁজে চলে।
মহুলের নেশায় মেতে-
মন আবার দুঃসাহসী হতে চায়,
আচম্বিতে সামনে আসে সপ্তর্ষির
বর্ণময় কিছু রক্তিম অধ্যায়ের
ধূসর পান্ডুলিপির ইতিহাস,
আর দূরে হারিয়ে যাওয়া-
একটা চির সবুজ তুমি।
 
প্রয়োজনের তাগিদে নদীও গতিপথ বদলায়।
 

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)