প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

ঝড়ের রাতে | বিদ্যুৎ মিশ্র

বাতায়ন / ছড়া/৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/ ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছড়া বিদ্যুৎ মিশ্র   ঝড়ের রাতে   ঝড়ের...

Thursday, August 7, 2025

হাহাকার নিয়ে দিব‍্যি বেঁচে আছি | আবদুস সালাম

বাতায়ন/কবিতা/৩য় বর্ষ/১তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা
আবদুস সালাম
 
হাহাকার নিয়ে দিব‍্যি বেঁচে আছি
 

কষ্টের দাঁড় বেয়ে পাঁজরের ব‍্যথা দিন দিন বাড়ছে
শ্বাসপ্রশ্বাসে বাড়ছে ভাইরাসের হৃদ‍্যতা
বিক্ষোভে ফেটে পড়ছে সম্মিলিত অবক্ষয়
পিপাসায় ফাটছে গলা
উল্লাসে মাতে শূন্য গেলাস

 
পাথুরে রাস্তা
সুকতলা ছিঁড়ে যায়
জলের সন্ধানে আমরণ হেঁটে চলা
বিবেকের দহনে জর্জরিত অন্ধকার
মৎস্যকন্যারা নীল সমুদ্রে বিনিদ্র চিৎকারে মগ্ন
কে কার কথা শোনে
 
মনখারাপ ডানা মেলে উড়ছে
দাঁড় বেয়ে বেয়ে কষ্টেরা গাইছে ভাটিয়ালি
ভাঙা নদীতে জোয়ার নেই
শ্মশানে ডেকে চলেছে পৃথিবীর শিয়াল
 
বিষ্ময়সূচক সর্বনাম লিখে দেয় বিশ্বাসের সংজ্ঞা
মনুষ‍্য-মাঠে মুহুর্মুহু হয় বজ্রপাত
কেঁপে ওঠে বিশ্বাসের ভিত
পাঁজরের ব‍্যথায় রক্তাক্ত হয় হাসির ফোয়ারা
চোখের জল ভাঙা নদীতে আনে জোয়ার
 
হাহাকার নিয়ে দিব‍্যি বেঁচে আছি
কষ্টের নদীতে মৌলবাদ ফাটায় গলা
ইহকাল পরকাল হাবুডুবু খায় অন্ধ বিশ্বাসের চোরাবালিতে
 

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)