প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

ঝড়ের রাতে | বিদ্যুৎ মিশ্র

বাতায়ন / ছড়া/৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/ ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছড়া বিদ্যুৎ মিশ্র   ঝড়ের রাতে   ঝড়ের...

Thursday, August 7, 2025

শিশিরের শহর | উলন পাল রকি

বাতায়ন/কবিতা/৩য় বর্ষ/১তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা
উলন পাল রকি
 
শিশিরের শহর
 

নির্জন রাত্রির ধুলোবালি গায়ে মেখে
একটা সাদা কুকুর হেঁটে যায়—
সে জানে না কেন তার চাঁদের মতো নিঃসঙ্গতা,
তবু হেঁটে যায়।

 
ফুটপাথের পাশে রুক্ষ ঘাসে শিশির জমেছে—
তার গায়ে বৃষ্টির মতো স্মৃতি পড়ে—
হয়তো সেকালের কোন চিঠি,
যা কেউ আর পড়ে না।
 
আমিও হাঁটি—
চেনা শহরের অচেনা ধুলোয়
তোমার কথা মনে পড়ে,
যেন সন্ধ্যার ট্রামের শব্দে
জেগে ওঠে পুরনো ব্যথা।
 
চাঁদ আজ ঝাপসা—
কিন্তু আমি তাকে দেখেছি
তোমার চোখের পাতায় অনেককাল আগে,
যখন রাত ছিল এক বিভ্রান্ত পাখির মতো
আমাদের আশ্রয়ে।
 

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)