প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

ঝড়ের রাতে | বিদ্যুৎ মিশ্র

বাতায়ন / ছড়া/৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/ ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছড়া বিদ্যুৎ মিশ্র   ঝড়ের রাতে   ঝড়ের...

Thursday, August 7, 2025

বাতাস লাগুক প্রাণে | সঙ্ঘমিত্রা দাস

বাতায়ন/গল্পাণু/৩য় বর্ষ/১তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | গল্পাণু
সঙ্ঘমিত্রা দাস
বাতাস লাগুক প্রাণে

"ভীষণ শ্বাসকষ্ট শুরু হয়েছে বাবার। বাইরে অ্যাম্বুলেন্সের প্রকট হুইসেল। ফোনগুলো ব্যস্ত অক্সিজেন সিলিন্ডারের খোঁজে। পেলেই ছুটবে হাসপাতালের পথে।"


দেওয়াল জুড়ে অরণ্য। গাছ ফুল পাতায় সবুজের সমারোহ। কত পাখি বসে আছে ডালে-ডালে। কারোর পালাবার পথ নেই।

রাত হলেই ঘরের আলো নিভলে ছাদটা তারায়-তারায় ভরা। একফালি চাঁদ ঈশান কোণে। সারা মাস দেখা দেয়।
 
মহাদেব, বাবাকে সুন্দর ঘরটা উপহার দিয়েছে। শহরের উঁচু আবাসনে দশতলায় তিনকামরার ফ্ল্যাটে বাবার জন্য বরাদ্দ ঘরটি।
ভীষণ শ্বাসকষ্ট শুরু হয়েছে বাবার। বাইরে অ্যাম্বুলেন্সের প্রকট হুইসেল। ফোনগুলো ব্যস্ত অক্সিজেন সিলিন্ডারের খোঁজে। পেলেই ছুটবে হাসপাতালের পথে।
বুকটা এখন বাতাস টানার চেষ্টায়। কিন্তু বাতাস ফুরিয়ে এসেছে যে।
 
সমাপ্ত
 

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)