প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, August 31, 2024

বরষা | মেঘের দরজা খুলে | তুষার ভট্টাচার্য

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | কবিতা

তুষার ভট্টাচার্য

মেঘের দরজা খুলে


ঘনঘোর মেঘ শ্রাবণ বাদল রাত্তিরে
টাপুরটুপুর বৃষ্টি মাদল শব্দ গান
টিনের চালায় উড়ে এলেই
আমি আধো ঘুম স্বপ্নের ভিতরে আবার  
ফিরে যাই ভোরের কৈশোরে 
মাটির উঠোনে জমা ফরসা বৃষ্টি জলে ভাসাই কাগজের নৌকো;
বৃষ্টি ভোরে আমবাগানে অবাধ্য চঞ্চল বালিকা আম কুড়োতে এলে
তার দুহাতে তুলে দিই বাদল দিনের
প্রথম কদম ফুল;
প্রতিটি বরষা রাতে মেঘের দরজা ঠেলে
চাতক পাখির মতন নতুন বৃষ্টি জলের গন্ধ নিয়ে স্মৃতির জানালায় উড়ে আসে সব প্ৰিয় মুখ;
আর তখনই রিমঝিম বৃষ্টি জলে ভিজে
আমি ছোট্ট পায়ে তাঁদের সঙ্গে ছুটে যাই 
শ্রাবণ  বাদল বৃষ্টি কুড়োতে
আকাশ  মেঘের দেশে

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)