বাতায়ন/মাসিক/কবিতাগুচ্ছ/২য়
বর্ষ/২২তম সংখ্যা/২৭শে অগ্রহায়ণ, ১৪৩১
কবিতাগুচ্ছ
| মোহন রায়হান | পেটিবুর্জোয়া প্রেম
মোহন
রায়হান
পেটিবুর্জোয়া প্রেম
লাভলী, তুমি আমাকে
ভাল না বেসে খুব ভালই করেছো
যদি ভালবাসতে আমার হতো না কিছুই তবে
প্রতিদিন সন্ধ্যার পূর্বেই ফিরে আসতাম ঘরে
দরজা জানালা আটকে দিতাম ভূত প্রেত আর অন্যান্য
পেটিবুর্জোয়া মেয়েদের ভয়ে।
পিন্নি, তুমি
ভালবাসলে যাওয়া হতো না বস্তিতে আর
তুমি ভালবাসলে যেতাম না তো কৃষকসভায়
তুমি ভালবাসলে গেরিলাযুদ্ধ প্রিয় হতো না আমার
তুমি ভালবাসলে সমাজতন্ত্র চাইতাম না হয়তো।
রিনি, তুমি
ভালবাসলে সাধনা হতো না কম্যুনিস্টের
তুমি ভালবাসলে বুলেট দেখে ভীত হতো বুক
তুমি ভালবাসলে ভুলে যেতে পারতাম না হয়তো লোভ।
সুবর্ণা, তুমি
ভালবাসলে বাড়ি গাড়ি কাঁচা অর্থ টিভি ফ্রিজ
বাসি ফুল তরকারির মতন তোমার শরীর খুব প্রিয় হতো
তুমি ভালবাসলে আমি ‘ভালবাসা’ই ভুলে যেতাম একদিন।
যদি ভালবাসতে আমার হতো না কিছুই তবে
প্রতিদিন সন্ধ্যার পূর্বেই ফিরে আসতাম ঘরে
দরজা জানালা আটকে দিতাম ভূত প্রেত আর অন্যান্য
পেটিবুর্জোয়া মেয়েদের ভয়ে।
তুমি ভালবাসলে যেতাম না তো কৃষকসভায়
তুমি ভালবাসলে গেরিলাযুদ্ধ প্রিয় হতো না আমার
তুমি ভালবাসলে সমাজতন্ত্র চাইতাম না হয়তো।
তুমি ভালবাসলে বুলেট দেখে ভীত হতো বুক
তুমি ভালবাসলে ভুলে যেতে পারতাম না হয়তো লোভ।
বাসি ফুল তরকারির মতন তোমার শরীর খুব প্রিয় হতো
তুমি ভালবাসলে আমি ‘ভালবাসা’ই ভুলে যেতাম একদিন।
অসাধারণ ভাবনা
ReplyDeleteপরাণ মাঝি
মন ভরে যায় এমন কবিতা পড়লে।
ReplyDelete