বাতায়ন/মাসিক/গল্পাণু/২য় বর্ষ/২২তম সংখ্যা/২৭শে অগ্রহায়ণ, ১৪৩১
মোহন
রায়হান সংখ্যা | গল্পাণু
সুভাষ সিংহ
প্রতিশোধ
"দোয়েলের হাসিতে চমকে যায় তারা। জোরপূর্বক নয় বরং স্বেচ্ছায় শরীর ভোগ করতে দেবে সে।"
দত্তপুকুর
পেরিয়ে এক কিলোমিটার রাস্তা চিরকাল অন্ধকার। টিউশনি থেকে ফিরতে সন্ধে হলে দোয়েলের বাবা মেয়েকে আনতে আসেন। সেদিন বিশেষ কাজে বাবা শহরে
গিয়েছিলেন। হঠাৎ কালবৈশাখী এসে টিউশনি থেকে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। সেদিন
ভয়ংকর দুর্যোগ নেমে আসে দোয়েলের জীবনে। ওই রাস্তায় তিনটে
ছেলের লালসার শিকার হয় সে।
ঠিক একবছর
পরে আবার ওই পথে ফিরছে দোয়েল। আবার সেই ছেলেগুলো তাকে ঘিরে ধরে। দোয়েলের হাসিতে
চমকে যায় তারা। জোরপূর্বক নয় বরং স্বেচ্ছায় শরীর ভোগ করতে দেবে সে। একবার
ধর্ষিত হয়ে সমাজচ্যুত হয়ে দেহপোজীবিনী হতে হয়েছে তাকে। ছেলেগুলো বিশ্বাস করে
নেয় কথাটা। পরেরদিন সকালে দত্তপুকুর পেরিয়ে এসে খালের জলে তিনটি ছেলের মৃতদেহ
দেখতে পায় গ্রামবাসীরা।
সমাপ্ত
দুর্দান্ত
ReplyDeleteপরাণ মাঝি
দারুণ
ReplyDeleteপরাণ মাঝি