বাতায়ন/গল্পাণু/১ম বর্ষ/২০তম
সংখ্যা/৫ই আশ্বিন, ১৪৩০
গল্পাণু
পীযূষ কান্তি সরকার
বুদ্ধিই বল
শেষ বিকেলে রৌনকদের
সঙ্গে নিয়ে সিনিয়ররা এল চারতলার ছাদে। একটা চেয়ার দেখিয়ে রৌনককে বলা হল দশ
গোনার সঙ্গে সঙ্গে মাঠে পৌঁছে দিতে হবে। গোনা শুরু করলেন ক্যাপ্টেন— ওয়ান...
টু... থ্রি... কই রে অনেক সিঁড়ি ভাঙতে হবে। ফোর... ফাইভ... সিক্স... সেভেন… এবার
তুই গেলি... এইট…
রৌনক চেয়ারটিকে মাঠে
ছুঁড়ে দিয়ে বলল— এখনও বাকি আছে!
সিনিয়রদাদা তাকে
জড়িয়ে ধরে বলল— তুই এখন আমাদের গুরু, যা চাইবি তাই দেব।
শুভায়ু আর অর্ণবকে
বলিউডের দুই সফল নায়কের নাচের ভিডিও দেখিয়ে নাচতে বলা হয়েছিল। পারেনি। তাই
স্টোনচিপসের ওপর জগিং করানো হচ্ছিল। রৌনক বলল— ওদের ছেড়ে দাও। আমি নাচ শিখিয়ে দেব।
সমাপ্ত
No comments:
Post a Comment