বাতায়ন/সাপ্তাহিকী/কবিতা/১ম
বর্ষ/১৯তম সংখ্যা/২৯শে ভাদ্র, ১৪৩০
কবিতা
উদয় মণ্ডল
জন্মাষ্টমী
আমরা ছোট্ট শিশু,
পেটটাও ভীষণ ছোট
অথচ— খিদের জ্বালা, তোমাদের খিদের মতো।
আমরা তো ছোট্ট চারা,
তোমাদের টবেই গড়ো
তা'বলে চুরি করে, আমাদের পুষ্টি কাড়ো?
দেখো ঠিক বাবার চোখে আমাদের
খিদের পাতে—
ফ্যান-ভাত খাচ্ছি শুধু— নুন আর কান্না মেখে!
তবুও তোমার কাছে— যদি
নিই শিক্ষা পাতা
আমি কী হব বলো? সাধু না কৃষ্ণ-সখা!
চোরেরা মাসতুতো ভাই, চুরি
তাই যাচ্ছে বেড়ে।
কী হবে স্বপ্ন দেখে? সততার প্রতীক তুলে!
আছে যারা চুরির সাথে, করে
রোজ ঘুষামদানি…
চলো যাই মাখন দিয়ে— করি সবে জন্মাষ্টমী!
অথচ— খিদের জ্বালা, তোমাদের খিদের মতো।
তা'বলে চুরি করে, আমাদের পুষ্টি কাড়ো?
ফ্যান-ভাত খাচ্ছি শুধু— নুন আর কান্না মেখে!
আমি কী হব বলো? সাধু না কৃষ্ণ-সখা!
কী হবে স্বপ্ন দেখে? সততার প্রতীক তুলে!
চলো যাই মাখন দিয়ে— করি সবে জন্মাষ্টমী!
No comments:
Post a Comment