বাতায়ন/সাপ্তাহিকী/কবিতা/১ম
বর্ষ/১৯তম সংখ্যা/২৯শে ভাদ্র, ১৪৩০
কবিতা
সুশান্ত গঙ্গোপাধ্যায়
শব্দভ্রমর
তুমুল অশান্তির নকশা
আর অভিমানকে জুড়ে
নিভে যাওয়া এক আগুন তাপ...
আগুন ভিক্ষা, আগুন অন্ন
ক্লিষ্ট দেহের অভিন্ন মাপ
অনন্তের পারে ঘুমায়
শরীর
জুড়ায় আঁধার,
জুড়ায় রৌদ্র এবং বৃষ্টি
জেগে থাকে শুধু শব্দভ্রমর
শব্দের মাঝে ঘুমায় অপার সৃষ্টি।
আর অভিমানকে জুড়ে
নিভে যাওয়া এক আগুন তাপ...
আগুন ভিক্ষা, আগুন অন্ন
ক্লিষ্ট দেহের অভিন্ন মাপ
জুড়ায় আঁধার,
জুড়ায় রৌদ্র এবং বৃষ্টি
জেগে থাকে শুধু শব্দভ্রমর
শব্দের মাঝে ঘুমায় অপার সৃষ্টি।
ভালো লিখেছেন। দুরগা
ReplyDelete