প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, December 30, 2023

শিকড়ের টান | উৎপলেন্দু দাস

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৭তম সংখ্যা/১৩ই পৌষ, ১৪৩০

কবিতা
উৎপলেন্দু দাস

শিকড়ের টান


ফিরে যেতে চায় মন শিকড়ের টানে
ফেলে আসা শৈশব কিশোর বেলায়
উত্তাল বেহিসাবি যৌবনের গানে
প্রজাপতি মেলেছিল পাখা যেন
উড়েছিল স্বর্গের পারিজাত বনে।

ফিরে যেতে চায় মন সেই নদীটির কাছে
বসে নাই দু দণ্ড তাহার কিনারে
যায় নাই বিহানে উজান স্রোতে
ছেড়ে দিয়ে ধরে রাখা চিরকালীন কলতান
কেবলই ভেসে যাওয়া ভাবাভাবি সব মিছে।

ফিরে যেতে চায় মন সুদূর পাহাড়ের আঙিনায়
সবুজ অরণ্যমেখলা অঙ্গে মাখামাখি
নীলাকাশে বাষ্প স্তূপের অলস আনাগোনা
মেটে না আশ অপলক দুই নয়নে
সময় বড়ই অল্প মন কিছুতেই বোঝে না হায়।

ফিরে কি ছোঁয়া যায় আছে যা অন্তরে
ফেলে আসা সেই দিনগুলি
আলো আর ছায়ার মায়াবী খেলা
নদী হয়ে বয়ে যায় আপন ঠিকানায়
স্মৃতিটুকু থাকে শুধু দুই পাড় জুড়ে।

ঝিকমিক করে আলো আনন্দ প্রেমের ধারায়
কল্লোলিত নিত্য নব অনুরাগে
কি এক অপূর্ব সুবাস ভেসে আসে ঘ্রাণে
দৃশ্য থেকে দৃশ্যান্তরে কাল বয়ে আনে
কিছু সুর কিছু ধ্বনি মালা গেঁথে যায়।

2 comments:

  1. আহা! বড় মনোরম এই পিছে দেখা। দেখারও ওপারে কিছু ফিরে পেতে চাওয়া। 🙏🙏👌

    ReplyDelete
  2. অনবদ্য

    ReplyDelete

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)