বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৭তম সংখ্যা/১৩ই পৌষ, ১৪৩০
কবিতা
দেবাশীষ মুখোপাধ্যায়
রামধনুর রঙে স্বপ্ন স্বাগত
অন্ধকারের মধ্যে শুয়ে আলোর রুপোলি রেখা দেখি। মুগ্ধ হয়ে।
এগোতে গেলে কেমন যেন দূরে সরে যায়।
যে হাতটা আলো চিনিয়েছে আমায় সে আজ দূরে কেন? উত্তরটা আজও অধরা। শুধু বুকের নিউরোন গর্জায়, এ লড়াই একার লড়াই। জেগে ওঠার লড়াই।
যে হাতটা আলো চিনিয়েছে আমায় সে আজ দূরে কেন? উত্তরটা আজও অধরা। শুধু বুকের নিউরোন গর্জায়, এ লড়াই একার লড়াই। জেগে ওঠার লড়াই।
কচি গাছ পায়ের ক্ষতে হাত বুলোয়। সারা শরীরে ক্লোরোফিলের
আবেশ। বুকের খাঁচায় স্বপ্নের ডানা ঝাপটানো। খুলে দিই খাঁচা। দূরে দিকচক্রবালের
দিকে সে উড়ে চললে আমি উড়ি ওর সাথে।
একটা আলোর নদী বয়। আমার না-পাওয়ারা নীরবে চেয়ে থাকে। তাদের চোখের তারায় দেখি আমার জয়ের রামধনু ছবি।
জীবন জাগতে থাকে প্রাণের প্রৈতিতে।
জীবন জাগতে থাকে চলার ছন্দে।
পদাতিক আমি বুকে মেখে নিই হারিয়ে যাওয়া ভালবাসার রঙিন আলাপন।
একটা আলোর নদী বয়। আমার না-পাওয়ারা নীরবে চেয়ে থাকে। তাদের চোখের তারায় দেখি আমার জয়ের রামধনু ছবি।
জীবন জাগতে থাকে প্রাণের প্রৈতিতে।
জীবন জাগতে থাকে চলার ছন্দে।
পদাতিক আমি বুকে মেখে নিই হারিয়ে যাওয়া ভালবাসার রঙিন আলাপন।
No comments:
Post a Comment