বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৭তম সংখ্যা/১৩ই পৌষ, ১৪৩০
কবিতা
তীর্থঙ্কর সুমিত
নিঃশব্দের প্রহর
নিঃশব্দে প্রহর এসেছিল
পাখির কান্না শুনেছি বহুবার
একান্ত নিভৃতে কেঁদেছি বর্ণমালার খোঁজে
ক্ষণভঙ্গুর ভালবাসা আজ অতীত
পাখির কান্না শুনেছি বহুবার
একান্ত নিভৃতে কেঁদেছি বর্ণমালার খোঁজে
ক্ষণভঙ্গুর ভালবাসা আজ অতীত
খাতার সাদা পাতায় এখনও
অতন্দ্র প্রহরী পাহারা দেয়
প্রতি পদধ্বনিতে শোনা যায় চাতকের কান্না
উন্মুক্ত দরজায় পরাজিত সৈনিক আর আমি
দ্রবণের ঘনত্ব বাড়লে
তরলেরা বেঁচে থাকে।
অতন্দ্র প্রহরী পাহারা দেয়
প্রতি পদধ্বনিতে শোনা যায় চাতকের কান্না
উন্মুক্ত দরজায় পরাজিত সৈনিক আর আমি
দ্রবণের ঘনত্ব বাড়লে
তরলেরা বেঁচে থাকে।
No comments:
Post a Comment