বাতায়ন/গল্পাণু/১ম বর্ষ/২৭তম
সংখ্যা/১৩ই পৌষ, ১৪৩০
গল্পাণু
সঙ্ঘমিত্রা দাস
সময় বদল
ট্রেনের মুখোমুখি দুই
জানলায় ষাটোর্ধ দুই মহিলা যাত্রী। গোলগাল চেহারা, চোখে চশমা, আধকাঁচা আধপাঁকা
চুল, মুখে বয়সের ছাপ স্পষ্ট। তবুও একে অপরকে চিনে নিতে একটুও সময় নিল না।
ছোটবেলার স্কুলের প্রাণপ্রিয়
বন্ধু, আজ প্রায় চল্লিশ বছর পর হঠাৎ এভাবে সামনাসামনি। উত্তেজনায় একে অপরকে
জড়িয়ে ধরে চিৎকার করছে, নাচছে। ট্রেনের বাকি যাত্রীরা হাতের ফোন থেকে চোখ সরিয়ে
দু-জনকে দেখছে অবাক হয়ে, কেউ কেউ একটু বিরক্ত। হারিয়ে ফিরে পাবার আনন্দ ওরা
অনুভব করতে পারে না, ওদের হাতের ওই যন্ত্রটার মধ্যে সম্পর্কগুলো সুরক্ষিত রাখা যে।
সমাপ্ত
No comments:
Post a Comment