বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৭তম সংখ্যা/১৩ই পৌষ, ১৪৩০
কবিতা
জয়িতা ঘোষ হালদার
বসত
বসত গড়তে চেয়ে ধু-ধু প্রান্তরে ভিত খুঁড়েছি।
শক্ত মাটি দিয়েছে প্রত্যাঘাত
বারে বারে খালি হাতেই ফিরেছি।
গোছানো আলমারি জুড়ে রেখেছি সাজিয়ে
শক্ত মাটি দিয়েছে প্রত্যাঘাত
বারে বারে খালি হাতেই ফিরেছি।
গোছানো আলমারি জুড়ে রেখেছি সাজিয়ে
ভাঁজে ভাঁজে আনকোরা শাড়ি।
উৎসব আসে চলে যায়,
পরনের জীর্ণ বসন হয় না বদল—
বারে বারে মন শূন্যতায় ভরেছি।
নতুন কাচ নতুন পারদে মিলে আরশিও
রঙিন ছবি দেয় উপহার—
নিজেকে আরশির বুকে অকারণ খুঁজতে খুঁজতে
অপূর্ণতায় অবহেলায় হারিয়ে গিয়েছি।
ফুলের মালায় তোমাকে সাজাবো বলে—
অহেতুক ফুল গাছে ঘর ভরিয়ে ফেলেছি,
তোমার হবে না সময় জেনেও বার বার
অবিরাম নানা অছিলায় তোমাকেই ডেকেছি।
দুর্দিন যতই আসুক, যতি চিহ্নের রেখায়
মন রেখেছি।
স্বপ্নেরা অধরাই থাক—
নির্জীব নিঃস্বতা নিয়ে তোমাতে বসত গড়েছি।
No comments:
Post a Comment