বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৭তম সংখ্যা/১৩ই পৌষ, ১৪৩০
কবিতা
তৈমুর খান
খবর
খবর এসে পৌঁছালো
আমরা কিছুক্ষণ নীরব হয়ে গেলাম
আকাশে চেয়ে দেখলাম:
অলৌকিক কোনও আকাশযানে
চেপে চলে যাচ্ছেন তিনি...
যেতে যেতে জানালা দিয়ে
হাত দেখাচ্ছেন
এক-একবার মুখ বের করে কী বলতে চাইছেন
সে ভাষা মোটেও বুঝতে পারছি না!
তারপর নীচে মাটির দিকে
মুখ ফিরিয়ে বসেছি
ইচ্ছেগুলি পিঁপড়ের মতো ধুলো মাখছে মাটিতে
উপলব্ধিগুলি পোড়া ছাই হয়ে বাতাসে উড়ে যাচ্ছে
আমার মধ্যে আর কোনও আমি নেই
আমার মধ্যে শুকিয়ে যাওয়া একটি অশ্রুনদী
অস্তিত্বের ভাঙা তরি ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে
তিনি চলে যাচ্ছেন শুকনো
ফুলের মতো হালকা
তিনি চলে যাচ্ছেন বালিকার ঘুমের মতো সুন্দর
তিনি চলে যাচ্ছেন এক টাকার কয়েনের মতো
আমরা তার আকাশযানের নিকটে গিয়ে
আজ আর কেউ চেঁচামেচি করতে পারছি না!
আমরা কিছুক্ষণ নীরব হয়ে গেলাম
আকাশে চেয়ে দেখলাম:
অলৌকিক কোনও আকাশযানে
চেপে চলে যাচ্ছেন তিনি...
এক-একবার মুখ বের করে কী বলতে চাইছেন
সে ভাষা মোটেও বুঝতে পারছি না!
ইচ্ছেগুলি পিঁপড়ের মতো ধুলো মাখছে মাটিতে
উপলব্ধিগুলি পোড়া ছাই হয়ে বাতাসে উড়ে যাচ্ছে
আমার মধ্যে আর কোনও আমি নেই
আমার মধ্যে শুকিয়ে যাওয়া একটি অশ্রুনদী
অস্তিত্বের ভাঙা তরি ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে
তিনি চলে যাচ্ছেন বালিকার ঘুমের মতো সুন্দর
তিনি চলে যাচ্ছেন এক টাকার কয়েনের মতো
আমরা তার আকাশযানের নিকটে গিয়ে
আজ আর কেউ চেঁচামেচি করতে পারছি না!
ভালো লাগল।
ReplyDeleteভালো লাগলো। একই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি এখন।
ReplyDelete