বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৭তম সংখ্যা/১৩ই পৌষ, ১৪৩০
কবিতা
উৎপলেন্দু পাল
জীবনের দৈর্ঘ্য
স্কেল দিয়ে মাপতে
গিয়ে দেখি
দৈর্ঘ্যে খুবই ছোট্ট আমার এ জীবন
স্কেলটাকে ছোট করে
ফেলে
কিংবা দাগগুলো মুছে নিয়ে
নতুন করলে স্কেলের অংশাঙ্কন!
তাতে কি দৈর্ঘ্যে
বাড়বে এ জীবন?
দৈর্ঘ্যে খুবই ছোট্ট আমার এ জীবন
কিংবা দাগগুলো মুছে নিয়ে
নতুন করলে স্কেলের অংশাঙ্কন!
বাহ্
ReplyDelete