প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Thursday, March 13, 2025

ভালবাসার রং | সুশীল বসাক

বাতায়ন/রং/রম্যরচনা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | রম্যরচনা
সুশীল বসাক
 
ভালবাসার রং

"গায়ে হলুদের প্রোগ্রামে কাঁচা হলুদের একটু ঘষাঘষি না হলে যেন বিয়ের আনন্দটাই ঠিক জমল না! হলদি বাটোমন্দির বাটোবাটো ফুলের মৌ-এই গানটার সাথে সাথে যেমন বিয়েটা হৃদয়ে দোলা দিয়ে যায় ঠিক তেমনি ডিমের কুসুমটা হলুদ না হলে অমলেটটাই যেন পাংশু লাগে!"
 
আমার ভালবাসার রং হলুদ। দুনিয়াতে কত রঙের বাহার দেখি। 'বেনীআসহকলা' নামেও রামধনুর সাতরঙের সমাহার কার না জানা আছে? কিন্তু এত কিছুর মধ্যেও আমি হলুদ রংকেই ভালবাসি। প্রতিটি মানুষের জীবনেই হলুদ রঙের যথেষ্ট তাৎপর্য আছে। কীভাবে? সূর্যের আলোর রং বিচ্ছুরণ ঘটিত কারণে আমাদের চোখে হলুদ দেখায়। স্মাইলি ইমেজের রংও হলুদ। লাল ও হলুদ মেশালে কমলা রং পাই। আবার হলুদের সাথে নীল মেশালে পাই সবুজ রং। তার মানে, আমাদের দেশের জাতীয় পতাকার সবুজ রঙের ভেতরে ঘাপটি মেরে বসে আছে আমার প্রিয় রং হলুদ। অনলাইনে গবেষণায় বলছে, সবসময় হাসিখুশি থাকতেই ভালবাসেন হলুদ প্রেমীরা। হলুদ প্রেমীরা আশাবাদী ও ইতিবাচক চিন্তাভাবনা সর্বদা পোষণ করেন। তারা হন সৎ ও নিষ্ঠাবানও। কঠিন পরিশ্রমের পর সাফল্য অর্জন করেন তারা। অন্যকে সঠিক পথে চালিত করতে ভালবাসেন। হলুদ রং শুভ। এই রং যারা পছন্দ করেন, তারা ধার্মিক হন
 
একগাল হাসি দিয়ে গালের দুই পাশে নিশ্চয় লাল হয়ে যায়। সেই লাল রঙের পেছনেও হলুদের অবদান। কারণ, হলুদের '' ধার নিয়েই লাল। ছোটখাট ব্যাপারে মাথা ঘামাতে একদম পছন্দ করেন না হলুদ প্রেমীরা। অতীতের ভুল নিয়েও তারা কান্নাকাটি করেন না। বরং ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে ভালবাসেন। সবসময় পজিটিভ থাকেন। কলা খেতে কে না ভালবাসে? ঠিক জমজমাট হলুদ না হলে অনেকেই কলা না নিয়ে বাড়ি ফিরেছেন। এ সংখ্যাও নেহাত কম নয়। রাস্তায় পটকা ফাটলে কিংবা পাওনাদারদের দেখলে চোখেমুখে সর্ষেফুলটাই ঝিলিক মারে। ফুলটি যে হলুদ! আহা! আবার, কদিন পরেই ফাল্গুনী উৎসব। পুরো ফাল্গুন জুড়েই যেন হলুদের মেলা। সুন্দরী রমণীর খোঁপায় গাঁদা ফুলের মালাই প্রমাণ করে, হলুদ না হলে ঠিক জমে না! হলুদ পাঞ্জাবী পরা ছেলেগুলোকে দেখে ফিরে যেতে ইচ্ছে হয় কলেজ লাইফে। তখনকার সময়ে হলুদ কিছু পরা মানেই হিরো। গায়ে হলুদের প্রোগ্রামে কাঁচা হলুদের একটু ঘষাঘষি না হলে যেন বিয়ের আনন্দটাই ঠিক জমল না! হলদি বাটো, মন্দির বাটো, বাটো ফুলের মৌ-এই গানটার সাথে সাথে যেমন বিয়েটা হৃদয়ে দোলা দিয়ে যায় ঠিক তেমনি ডিমের কুসুমটা হলুদ না হলে অমলেটটাই যেন পাংশু লাগে! যেমন, পাকা আমের মধুর রসে, রঙিন করি মুখ! সেই আমের ভেতরটা কিন্তু হলুদ হওয়া চাই! ফলের দোকানে গিয়ে যেমন কাঁঠালটা ভেঙে কোয়াগুলো হলুদ না হলে দোকানদারের চোদ্দোগুষ্টি উদ্ধারে বাঙালির জুড়ি নেই! তাই বলি, হলুদ যেন আমাদের রক্তের শিরায়, শিরায়।
 
সমাপ্ত

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)