বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/২৭তম সংখ্যা/১৩ই পৌষ, ১৪৩০
কবিতা
কল্যাণী মণ্ডল
ভালবাসার শিশিরবিন্দু
জেগে থাকো আরো কিছুক্ষণ,
ঘুম না আসা পর্যন্ত অপেক্ষা করো,
নষ্ট কষ্টগুলো পড়ে থাক বিছানায়,
ইচ্ছে হলেই তোমার খবর
আসে স্বপ্নের ঘোরে,
শুধু অনুভব করি তুমি আছ স্পর্শ করো আমায়৷
স্বপ্ন ব্যাপারী হয়ে স্বপ্নের ধ্বংসস্তূপের পাশে
খুঁজি আমার অমূল্য রতন৷
মোচড় দিয়ে ওঠে মন জমা শোক
বিছানা জুড়ে টুপটাপ৷
ভালবাসার শিশিরবিন্দু হয়ে ঝরে পড়ে গাল বেয়ে৷
ঘুম না আসা পর্যন্ত অপেক্ষা করো,
নষ্ট কষ্টগুলো পড়ে থাক বিছানায়,
শুধু অনুভব করি তুমি আছ স্পর্শ করো আমায়৷
স্বপ্ন ব্যাপারী হয়ে স্বপ্নের ধ্বংসস্তূপের পাশে
খুঁজি আমার অমূল্য রতন৷
মোচড় দিয়ে ওঠে মন জমা শোক
বিছানা জুড়ে টুপটাপ৷
ভালবাসার শিশিরবিন্দু হয়ে ঝরে পড়ে গাল বেয়ে৷
No comments:
Post a Comment