বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৭তম সংখ্যা/১৩ই পৌষ, ১৪৩০
কবিতা
জয়িতা বসাক
আম কাসুন্দি
তুমি এখন মজে আছো!
তবে মজা নদীটির মতো নয় বরং
ডুবো সর্ষের তেলে যেভাবে মজে থাকে
আমের কিশলয় শরীর, ঠিক সেভাবেই,
কাচের বয়ামে ধীরে ধীরে জারিত মনে
বোশেখের তীব্র দহন যেন শীতল প্রলেপ
এইসব জারণে অক্সিজেনই
এসে মেশে
অণু-পরমাণু ছাড়িয়ে প্রান্তিক কোষে,
মাখা মশলায় নেমে আসে হলুদ বসন্ত
বয়ামে ভাসে গোপনীয়তার গোটা পরত
আর পরতের নীচে জরানো নরম মুগ্ধতা
তাই তো, কাসুন্দি
কোনদিন ঘাঁটতে নেই!
তবে মজা নদীটির মতো নয় বরং
ডুবো সর্ষের তেলে যেভাবে মজে থাকে
আমের কিশলয় শরীর, ঠিক সেভাবেই,
কাচের বয়ামে ধীরে ধীরে জারিত মনে
বোশেখের তীব্র দহন যেন শীতল প্রলেপ
অণু-পরমাণু ছাড়িয়ে প্রান্তিক কোষে,
মাখা মশলায় নেমে আসে হলুদ বসন্ত
বয়ামে ভাসে গোপনীয়তার গোটা পরত
আর পরতের নীচে জরানো নরম মুগ্ধতা
বাহ্ খুব সুন্দর । জয়িতা ঘোষ হালদার
ReplyDeleteধন্যবাদ দিদি
Deleteভালো লাগল।
ReplyDeleteধন্যবাদ আপনাকে
ReplyDelete