বাতায়ন/অন্য চোখে/১ম
বর্ষ/২৭তম সংখ্যা/১৩ই পৌষ, ১৪৩০
অন্য চোখে
সোশ্যাল মিডিয়ায় সুন্দর মুখ/ছবি, সাহিত্যে তার প্রভাব
প্রদীপ কুমার দে
মিডিয়ায় সাহিত্য আর রূপচর্চা
আমার মতে এ লেখা সকলের
ভাল লাগবে না, কারণ সকলে এর মান্যতা দেবে না। আমার খুব ঘনিষ্ঠ কিছু উজ্জীবিত কবি-লেখক
বন্ধুকে দেখি, যাদের লেখার মান অনেক উঁচু স্তরের কিন্তু উন্মাদনার জোয়ারে গা
ভাসিয়ে দিনের পর দিন হাজারো গ্রুপ বা সংস্থার তাৎক্ষণিক উৎসবে দিনের পর দিন নিজেকে
জাহির করে নানান ছবি পোস্ট করতেই ব্যস্ত।
গালভরা হাসি, মুখভরা তৃপ্তির কী বাহার! ধরে
নিলাম কয়েক হাজার গুণগ্রাহী কবিকে চিনে গেল তা-ও তাদের তথাকথিত তাঁবেদাররাই। কিন্তু
কবি কী পেল? সাময়িক উত্তেজনা? তার জন্য এত প্রচার? কবি কি সর্বজনীন হোলো? বিশ্বজনীন
তো দূরের কথা!
অথচ তার লেখায় ছিল বড় সম্ভাবনা। সাহিত্যের আধুনিক জগতে প্রবেশ না করে লেখালেখির কাঁটা ছেঁড়া না করেই সহজ পদ্ধতি অবলম্বন করে এত সহজে কি বাজিমাত করা যায়? ফিরে দেখুন, সারাজীবন সাধনার ফল মৃত্যুর পর প্রচার পেয়েছিলেন যাঁরা, তাদের জীবন। জীবন দিয়ে সাধনা চাই, প্রকাশ নয়… সুগন্ধের বহিঃপ্রকাশ কিন্তু অবশ্যম্ভাবী!
সমাপ্ত
No comments:
Post a Comment