বাতায়ন/গল্পাণু/১ম
বর্ষ/২৭তম সংখ্যা/১৩ই পৌষ, ১৪৩০
গল্পাণু
গৌরী বিশ্বাস মৌ
প্রহর শেষের অতিথি
বর্ষাকাল
ইছামতি পূর্ণ যৌবনা। মৃদু হাওয়ায় নীল জলে ছলাৎ-ছল শব্দ। মাঝে মাঝে নৌকার
মাঝিমাল্লাদের মাতাল সুরে গাওয়া ভাটিয়ালি গান। নিঝুম ভোর, ভোরের পাখিরা তখনও ঘুমের
আবেশে নিমগ্ন। ক্ষণিক পরেই
রাঙা সূর্য উঠবে পুব আকাশে। আলোয় ভিজে যাবে সমগ্র সৃষ্টি। তখনও শেষ হয়নি আঁধারের সফর। আলো-আঁধারির
রাঙা আকাশে রাত্রির রেশ।
এর মধ্যে আধো ঘুমে কানে
ভেসে আসে এক ঘুম ভাঙানিয়া ছন্দময় সুর। আধো ঘুমে অবচেতনের ভিতর থেকে ধীরে ধীরে ওঠে
আসে এক উন্মেষ। এ যেন এক স্তব্ধ জাগরণ। তখনও রাত্রির রেশ লেগে আছে।
আমি জড়ানো স্বরে জিজ্ঞেস করি, "কে গো? আমার দুয়ারে।" উত্তর আসে, "প্রহর শেষের অতিথি গো, বোষ্টম-বোষ্টুমি।"
সমাপ্ত
No comments:
Post a Comment