বাতায়ন/গল্পাণু/১ম
বর্ষ/২৮তম সংখ্যা/২৭শে পৌষ, ১৪৩০
গল্পাণু
কমলকুমার মণ্ডল
মহাপ্রলয়
অচেনা পথে বাঁক নেয়
নদী। কালের হাত ধরে ঘুমপাড়ানি গল্প বোনে। অভিমান নিংড়ে এলিয়ে দেয় কেশ অসীম
অনন্তে। নিরাভরণ সে রূপ।
মেদহীন তলপেটে তীব্র
খিদে। চাপচাপ মেঘ বিন্দু বিন্দু জলকণা হয়ে নিতম্ব চুঁয়ে শ্বাস নেয় তীব্র
শিৎকারে।
বাঁধনহীন সে সুখ। আলপনায়
সুনিপুণ ভাস্কর্য। পৃথিবীর প্রথম মানবী। বুকের খাঁজেখাঁজে অনন্ত পিপাসা।
আজন্ম লালিত বণ্যরূপ
গহীন অরণ্যের মায়াবী নিস্তব্ধতায়। ভাঙা-গড়ার খেলাঘর। বহতা স্রোতের বুক চিরে
বৈঠার ছলাৎ-ছল্ ছলাৎ-ছল্ ছন্দ। পাড় বেয়ে গুন টানে আদম। পৃথিবীর প্রথম মানব। পাড়
ঘেঁসে পরগাছা আর পরগাছার হামাগুড়ি।
ভাঙতে থাকে নদী। চাহিদার
নাভিশ্বাসে জঠর জুড়ে শুধু ক্ষত। আঘাতে আঘাতে শব্দের ঝংকার। অনুভূতিহীন দিনযাপন। পাড়
ভাঙা জলোচ্ছ্বাসে শুধু প্রলয়! মহাপ্রলয়!
সমাপ্ত
বেশ সুন্দর
ReplyDelete