বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৮তম
সংখ্যা/২৭শে পৌষ, ১৪৩০
কবিতা
মান্নান নূর
বেরুয়াইলে আমার সব সুখ রেখে এসেছি
প্রতিদিন গাইডাকা ভোরে
বেঁধে রাখা বাছুরের মতো
ছটপট ছটপট করেছি ছু্টে যেতে-গিয়েছিও বহুবার,
এই সুখময় ভোরগুলো এখন
তোমার দখলে।
ছটপট ছটপট করেছি ছু্টে যেতে-গিয়েছিও বহুবার,
বিদ্রোহী বেরুয়াইল আমার
ভোরগুলো কেড়ে নিয়েছে,
দিনমান সমস্ত সুখের নির্যাসটুকুও;
আমার আর কোনো নিজস্ব সকাল থাকল না-
দিনমান সমস্ত সুখের নির্যাসটুকুও;
আমার আর কোনো নিজস্ব সকাল থাকল না-
No comments:
Post a Comment