বাতায়ন/বিরহ/কবিতা/১ম
বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০
বিরহ | কবিতা
দেবকুমার মুখোপাধ্যায়
বিরহী
সংশয় হাত রাখে দরজার
আগলে,
ফাঁক পেয়ে
এক ঝাঁক ঠান্ডা হাওয়া
জোর করে ঢুকে আসে ঘরের ভিতর।
হাট করে খুলে যায় আমার
অন্দর
বিরহ জাপটে ধরে—
ভুলে যাও
ক্ষমা করো, ক্ষমা।
ফাঁক পেয়ে
এক ঝাঁক ঠান্ডা হাওয়া
জোর করে ঢুকে আসে ঘরের ভিতর।
বিরহ জাপটে ধরে—
ভুলে যাও
ক্ষমা করো, ক্ষমা।
খুব সুন্দর।
ReplyDeleteসুন্দর
ReplyDeleteখুব ভালো- জয়িতা
ReplyDeleteধন্যবাদ পাঠকদের মন্তব্যের জন্যে।
ReplyDelete