বাতায়ন/বিরহ/কবিতা/১ম
বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০
বিরহ | কবিতা
শম্পা সামন্ত
গড়িমসি চাঁদ
হৃদয়ের গড়িমসি টান টান
ছুটতে গিয়ে বুঝে যায় রাত্রি হতে কতটা বাকি।
নিমেষেই নামবে কালো ও প্রকট ছায়া।
বিছানায় মিশে যাবে অভিসার চিহ্ন।
নিটোল পালকের মতো স্পর্শ।
নিমেষেই নামবে কালো ও প্রকট ছায়া।
বিছানায় মিশে যাবে অভিসার চিহ্ন।
নিটোল পালকের মতো স্পর্শ।
ডাইরেক্টরিতে বুলিয়ে
নেওয়া ঠোঁট, নিকোটিন।
মন কেমনের গন্ধে ভরে যাচ্ছে চেনা সিগারেট।
এর পরেও কী চেয়ে থাকা যায়? নিগূঢ় যাপন? এর পরেও চোখের দূরত্বে পথের সময় ও দূরত্বের পরিমাপ?
নিশি শেষ হয় ধোঁয়া ওঠা চায়ের ভাঁড়ে, প্রথম চুমুর স্বাদে, প্রথম গন্ধে।
এর পরেও?
আলক্ত টিকায় নিশিযাপনের সদ্য তিলক এঁকে চলে যাওয়া।
বিধুর বিরহের বৈঠক।
রত্নবীজ।
চন্দ্রিমার ধূসর বর্ণ ও বর্ণময় জাগরণ।
মন কেমনের গন্ধে ভরে যাচ্ছে চেনা সিগারেট।
এর পরেও কী চেয়ে থাকা যায়? নিগূঢ় যাপন? এর পরেও চোখের দূরত্বে পথের সময় ও দূরত্বের পরিমাপ?
নিশি শেষ হয় ধোঁয়া ওঠা চায়ের ভাঁড়ে, প্রথম চুমুর স্বাদে, প্রথম গন্ধে।
এর পরেও?
আলক্ত টিকায় নিশিযাপনের সদ্য তিলক এঁকে চলে যাওয়া।
বিধুর বিরহের বৈঠক।
রত্নবীজ।
চন্দ্রিমার ধূসর বর্ণ ও বর্ণময় জাগরণ।
চমৎকার লিখেছেন।
ReplyDelete